চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

ইডিইউতে ‘ইন্টার্নশিপ রঁদেভূ’

১ মার্চ, ২০২০ | ৩:২১ পূর্বাহ্ণ

ভবিষ্যৎ কর্মজীবন নিয়ে শঙ্কিত ও সন্দিহান বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ভয় কাটানোর অন্যতম উপায় হলো ইন্টার্নশিপ। ইন্টার্নশিপ ও চাকরিতে প্রবেশের কঠিন পথ পাড়ি দিতে শিক্ষার্থীদের সহায়তার লক্ষ্যে নগরীর ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি ‘ইন্টার্নশিপ রঁদেভূ’ কর্মশালার আয়োজন করে। চলতি সেমিস্টারের এ কর্মশালা গতকাল শনিবার সকালে অনুষ্ঠিত হয়। এতে পরামর্শক ছিলেন ইউনিলিভার বাংলাদেশের সিনিয়র টেরিটরি ম্যানেজার আবদুল্লাহ আল মামুন এবং মাইডাস সেফটির মানবসম্পদ বিভাগে কর্মরত ইডিইউর ছাত্র আবু শাহাদাত মোহাম্মদ সায়েম। এসময় বক্তারা বলেন, শিক্ষাজীবনেই নিজেকে গড়ে তুলতে হবে, প্রস্তুতি নিতে হবে ভবিষ্যৎ প্রতিযোগিতার। পড়াশোনায় ভালো ফল অর্জনের পাশাপাশি নানা সামাজিক-সাংগঠনিক কাজে নিজেকে সম্পৃক্ত করতে হবে।ইন্টারভিউতে না ঘাবড়ে স্বতঃস্ফূর্ত থাকার পরামর্শ দেন আলোচকদ্বয়। তারা বলেন, চাকরিতে প্রবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ইন্টারভিউ। এতে পজিটিভ থেকে চাকরিদাতাদের কাছে নিজেকে গ্রহণযোগ্য করে তুলতে হবে। চাকরির ধরণ বুঝে নিতে হবে প্রস্তুতি। এতে আরো বক্তব্য রাখেন ইডিইউর প্রতিষ্ঠাতা ভাইস চেয়ারম্যান সাঈদ আল নোমা, ইডিইউর প্ল্যানিং এন্ড ডেভলপমেন্ট ডিরেক্টর শাফায়েত কবির চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন গ্র্যাজুয়েটদের ইন্টার্নশিপ ও চাকরিপ্রাপ্তি নিশ্চিত করতে কাজ করা ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির নেটওয়ার্কিং এন্ড প্লেসমেন্ট সেলের কর্মকর্তাগণ। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট