চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

‘গিয়াস উদ্দীন হিরু নিষ্ঠাবান ও আদর্শিক রাজনীতিবিদ ছিলেন’

১ মার্চ, ২০২০ | ১:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সাহিত্য পাঠচক্রের উদ্যোগে ৯০ এর ছাত্র গণআন্দোলনে চট্টগ্রামের রাজপথের তুখোড় ছাত্রনেতা সরকারি হাজী মহসিন কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি মহানগর ছাত্রলীগের স্টিয়ারিং কমিটির সাবেক সদস্য গিয়াস উদ্দীন হিরুর ১ম মৃত্যু বার্ষিকীর স্মরণ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান কদম মোবারক উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বাবুল কান্তি দাশ।

প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য হাসিনা জাফর। প্রধান আলোচক ছিলেন শিক্ষাবিদ অধ্যাপক স্বদেশ চক্রবর্তী। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা এস এম লিয়াকত হোসেন, মহিউদ্দীন আলম, মো. লিপটন, মাদল বড়ুয়া, কবি সজল দাশ, হানিফ চৌধুরী, আসিফ ইকবাল, মো. আরমান, মো. শিহাব, মো. শিফাত, মো. সিহাম প্রমুখ। পরিচালনায় ছিলেন সংগঠনের সহ-সভাপতি এম নুুরুল হুদা। সভায় প্রধান অতিথি তার বক্তব্য বলেন সাবেক ছাত্রনেতা গিয়াস উদ্দীন হিরু আজীবন বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করে গেছেন। জীবনের চরম দুর্দিনেও গিয়াস উদ্দীন হিরু কোন রকম লোভ লালসায় পড়ে অন্যায় কাজে লিপ্ত হয়নি। বর্তমান প্রজন্মের রাজনীতিবিদদের কাছে গিয়াস উদ্দীন হিরু একজন আদর্শিক রাজনীতিবিদ হিসেবে অনুকরণীয় হয়ে থাকবে। সভার প্রধান আলোচক বলেন গিয়াস উদ্দীন হিরু ওকজন নির্মোহ ও সৎ রাজনীতিবিদ ছিলেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট