চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চবি ২৮ তম ব্যাচের ২৮ বছর পূর্তি উৎসব সম্পন্ন

১ মার্চ, ২০২০ | ১:৩৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ২৮ তম ব্যাচ গৌরবময় ২৮ বছরে পদার্পণে ২৮ বছর পূর্তি উৎসব ঢাকা গুলশানে ‘গ্রীনভিলে আউটডোরস মাদানী এভিনিউতে’ গত ২৮ ফেব্রুয়ারি দিনব্যাপী কর্মসূচির মাধ্যমে উদযাপিত হয়। সকাল ৯ টায় অনুষ্ঠিত উৎসবে প্রধান অতিথি ছিলেন পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এবং চবি এলামনাই এসোসিয়েশনের সভাপতি সাবেক মুখ্যসচিব আব্দুল করিম।

উপাচার্য বলেন, প্রাক্তন শিক্ষার্থীরা সুসংগঠিত হলে প্রতিষ্ঠান বিভিন্নভাবে উপকৃত হয়; কারণ তরুণশক্তি একীভূত হলে নতুন নতুন ধারণার সৃষ্টি হয় এবং ইতিবাচক আইডিয়া কাজ করে। দীর্ঘদিন পরে হলেও চট্টগ্রাম বিশ^বিদ্যালয় প্রায় বিভিন্ন বিভাগের প্রাক্তন শিক্ষার্থীরা বিভিন্ন ব্যাচে সুসংগঠিত হয়ে তাঁদের মেলবন্ধন সৃষ্টিতে নতুন জোয়ার সৃষ্টি করেছে। এটি আমাদের সকলের জন্য অত্যন্ত আনন্দের ও গৌরবের। অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দকে ২৮ তম ব্যাচের পক্ষ থেকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। ২৮ তম ব্যাচের সভাপতি বরকতুল আলম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন অনুষ্ঠান উদযাপন কমিটির সদস্য-সচিব ইকবাল হোসেন। ২৮ তম ব্যাচের শিক্ষার্থী শিমুল নন্দীর সঞ্চালনায় এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হামিদুল হক শিশির, নুরুন্নবী ভূঞা, মনছুর আহমদ বিপ্লব, মির্জা টিপু, জিল্লুর রহমান জুয়েল, আমিন হেলালী ও মারুফ আহমেদসহ ২৮তম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীবৃন্দ। দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ছিল-কথামালা, স্মৃতিচারণ, মেজবান, আড্ডা, নৃত্য, বাউল সংগীত, ব্যান্ড শো এবং নৈজ ভোজ। অনুষ্ঠানে ২৮তম ব্যাচের শিক্ষার্থীবৃন্দ, তাঁদের পরিবারবর্গসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট