চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

টেকনাফে সাড়ে ৮ কোটি টাকার ইয়াবা উদ্ধার 

উখিয়া সংবাদদাতা

২৯ ফেব্রুয়ারি, ২০২০ | ৭:৪৯ অপরাহ্ণ

কক্সবাজারের টেকনাফে লবণ মাঠ থেকে পাওয়া তিন বস্তায় ২ লাখ ৮৪ হাজার ৬১০ পিস ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা। এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) বিকেলে টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান এসব তথ্য জানান।

ফয়সল হাসান খান জানান, শনিবার ভোরে টেকনাফের ছ্যুরিখ্যাল ও নোয়াপাড়া বিএসসি পোস্টের মাঝমাঝি লবণ মাঠ এলকায় বিজিবির একটি দল টহল দিচ্ছিল। এ সময় তিন চোরাকারবারি মাথায় বস্তা নিয়ে আসতে দেখে, তাদের থামানোর নির্দেশ দেয় বিজিবি। এতে তারা বস্তা ফেলে পালিয়ে যায়। পরে ওই এলাকায় তল্লাশি চালিয়ে তাদের ফেলে যাওয়া বস্তা থেকে ২ লাখ ৮৪ হাজার ৬১০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

তিনি বলেন, উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য সাড়ে ৮ কোটি টাকার চেয়ে বেশি। সেগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে। পরে তা উর্ধ্বতন কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট