চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

চালু হল ঝাউতলা স্টেশন

নিজস্ব প্রতিবেদক

২৯ ফেব্রুয়ারি, ২০২০ | ৬:৪৩ অপরাহ্ণ

দীর্ঘ ১০ বছর ধরে বন্ধ থাকা চট্টগ্রামের ঝাউতলা রেলওয়ে স্টেশন আবারো চালু করা হয়েছে। অপারেশনাল কার্যক্রম পরিচালনার মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আজ শনিবার (২৯ ফেব্রুয়ারি) সকাল ১০টায় স্টেশনটি চালু করা হয়। লোকবল সংকটের কারণে এতদিন স্টেশনটি বন্ধ ছিল।

স্টেশনটির দায়িত্ব দেয়া হয়েছে সদ্য যোগ দেয়া ভারপ্রাপ্ত স্টেশন ম্যানেজার (এসএম-৩) ওয়াহিদা রহমানকে। ডাউন-১৩৪ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাটল চালানোর মাধ্যমে তিনি শনিবার স্টেশনের কার্যক্রম চালু করেন।

এর আগে লোকবল সংকটের কারণে ২০১০ সালে স্টেশনটি বন্ধ হয়ে যায়। মধ্যেখানে স্টেশনটি চালানোর পরিকল্পনা নেয়া হলেও লোকবল না পাওয়ায় চালু করা যায়নি। পরে রেলওয়ে পূর্বাঞ্চলের পরিবহন কর্মকর্তা (ডিটিও) ওমর ফারুক যোগদান করার পর তিনি স্টেশনটি চালুর উদ্যোগ নেন।

ডিটিও ওমর ফারুক জানান, ঝাউতলা স্টেশনটি পুনরায় চালু হওয়ায় ওই রুটে যাত্রীরা রক্ষা পাবেন ভোগান্তি থেকে। লোকবল সংকট থাকলেও বিশেষ ব্যবস্থায় বন্ধ হয়ে যাওয়া সব স্টেশন পর্যায়ক্রমে চালু করা হবে বলেও জানান এ কর্মকর্তা।

 

 

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট