চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

বান্দরবানে সন্ত্রাসী হামলায় আহত আরও ১ জনের মৃত্যু
বান্দরবানে সন্ত্রাসী হামলায় আহত আরও ১ জনের মৃত্যু

বান্দরবানে সন্ত্রাসী হামলায় আহত আরও ১ জনের মৃত্যু

বান্দরবান প্রতিনিধি

২৯ ফেব্রুয়ারি, ২০২০ | ১২:০১ অপরাহ্ণ

বান্দরবানের জামছড়িতে সন্ত্রাসীর গুলিতে আহত সাবেক ইউপি সদস্য উচ থোয়াই মারমা (৬০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (২৯ ফেব্রুয়ারি) ভোরে জামছড়ি নিজ বাড়িতে তিনি মারা যান। এ নিয়ে এ ঘটনায় আওয়ামী লীগ নেতা বাচনু মারমা সহ তিনজন মারা গেছেন।

গত ২২ ফেব্রুয়ারি বান্দরবানের সদর উপজেলার রাজবিলা ইউনিয়নের জামছড়ি মুখ পাড়ায় একদল সশস্ত্র সন্ত্রাসীদের হামলায় ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি বাচনু মারমা নিহত ও পাঁচজন গুলিবিদ্ধ হয়ে আহত হয়। আতঙ্কে স্ট্রোক করে মারা যায় আরো একজন। আহতদের মধ্যে সাবেক ইউপি সদস্য উচ থোয়াই শনিবার মারা যান।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহীদুল ইসলাম জানিয়েছেন ঘটনার পর আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখান থেকে সাবেক ইউপি সদস্যকে বান্দরবানে নিয়ে আসা হলে তিনি শনিবার মারা যান। আওয়ামী লীগে এ ঘটনার জন্য আঞ্চলিক রাজনৈতিক দল জনসংহতি সমিতিকে দায়ী করেছে। তবে জনসংহতি সমিতির পক্ষ থেকে এ ঘটনায় তাদের সম্পৃক্ততার কথা অস্বীকার করা হয়েছে।

স্থানীয় সূত্র জানিয়েছে মারা যাওয়া সাবেক ইউপি সদস্য ঘটনার সাথে জড়িত বেশ কয়েকজনের নাম উল্লেখ করে গিয়েছেন।

 

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট