চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পবিত্র মেরাজে রাষ্ট্রীয় ছুটির দাবিতে বিশ্ব সুন্নী আন্দোলনের মানববন্ধন

২৯ ফেব্রুয়ারি, ২০২০ | ৫:১৬ পূর্বাহ্ণ

মহাগৌরবময় মহান ঈদে মেরাজ শরীফ উপলক্ষে রাষ্ট্রীয় ছুটি ঘোষণার দাবিতে বিশ্ব সুন্নী আন্দোলন-বাংলাদেশ এর উদ্যোগে চট্টগ্রাম প্রেস ক্লাব প্রাঙ্গণে মানববন্ধন গতকাল আল্লামা আরেফ সারতাজ সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন আল্লামা এমদাদুল হক সাঈফ, আল্লামা শেখ নঈম উদ্দীন, আল্লামা হাফেজ ইলিয়াছ শাহ্, সাবিনা খাতুন, মাওলানা খুরশেদুল ইসলাম মোরশেদ, কামরুল আলম, আবদুল বারেক, আজিজ মাবরুর, নাফিজ মোবারক, ইরফানুল হক, গিয়াস উদ্দিন, লুৎফুর রহমান, আবু বক্কর আমান প্রমুখ। বক্তারা বলেন, সমগ্র মানবম-লীর জন্য দয়াময় আল্লাহতাআলার সম্পর্ক ও সংযোগের মূল ঠিকানা, আল্লাহতাআলার পক্ষ থেকে সকল গুণ-জ্ঞান-আলো ও দিশার মূল কেন্দ্র ও দোজাহানে জীবনের সর্বকল্যাণের মূল উৎস মহান প্রিয়নবী আল্লাহতাআলা স্থান ও কালের ঊর্ধ্বে তাঁর পরম সান্নিধ্যে দূরত্বহীন সর্বোচ্চ নৈকট্যে উপনীত করে তাঁর প্রত্যক্ষ সাক্ষাত প্রদানের মাধ্যমে সৃষ্টির নিকট আল্লাহতাআলার পবিত্র মহাসত্তার প্রথম প্রত্যক্ষ অতুলনীয় প্রকাশ মহিমাময় মেরাজ শরীফ। আমরা বিশ্ব সুন্নী আন্দোলন সকল পীর মাশায়েখ-ওলামায়ে কেরাম-শিক্ষাবিদ, সকল খানকাহ-মাদ্রাসা-দরবার এবং দুনিয়ার সকল মুমিন ভাইবোন ও আল্লাহতাআলাকে বিশ্বাসী সকল সত্যপ্রিয় মানুষের পক্ষ থেকে ঈমানী প্রাণের দাবি হিসেবে এ আবেদন জানাচ্ছি।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট