চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সরকারের স্বাস্থ্য বিভাগের কার্যক্রম সুবিধাবঞ্চিতদের স্বাস্থ্যসেবা প্রদান শুরু

২৯ ফেব্রুয়ারি, ২০২০ | ৪:১০ পূর্বাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে মোবাইল মেডিকেল টিমের মাধ্যমে সুবিধাবঞ্চিতদের মাঝে বিনামূূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান কার্যক্রম শুরু করেছে সরকারের স্বাস্থ্য বিভাগ। এরই অংশ হিসেবে গতকাল শুক্রবার সকাল ৯টা থেকে দুপুর পর্যন্ত নগরীর ষোলশহর রেল স্টেশনে সুবিধা বঞ্চিত শিশু-কিশোর, নারী ও বৃদ্ধসহ ৩০০ জনকে বিনামূূল্যে প্রাথমিক স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। কমিউনিটি বেইজড হেলথ কেয়ার (সিবিএইচসি) অপারেশন প্ল্যানের আরবান হেলথ কর্মসূচির আওতায় সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে মোবাইল মেডিকেল টিম পরিচালনা করা হচ্ছে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠিত স্বাস্থ্য সেবা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোবাইল মেডিকেল টিমের কার্যক্রম উদ্বোধন করেন বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হাসান শাহরিয়ার কবির। স্বাগত বক্তব্য রাখেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ওয়াজেদ চৌধুরী অভি। শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়–য়া। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির, সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি ও মেডিকেল অফিসার ডা. ওয়াজেদ চৌধুরী অভি রোগীদের চিকিৎসা- সেবা প্রদান করেন। এতে সহযোগিতা করেন স্বাস্থ্য পরিদর্শক অলক দাস, উপুপুল চৌধুরী, স্যানিটারী পরিদর্শক সম্পদ দে, টিটু পাল, হাসিনা বেগম, মেডিকেল কলেজের ছাত্রী সুমাইয়া চৌধুরী, নওশীন নাওয়ার, সাখাওয়াত মুস্তফা সাকী, নুরুনানাহার রুনা, ইসরাত জাহান দিপ্তী ও মেহেদী হাসান। আগামী ২০ মার্চ পর্যন্ত নগরীর ষোলশহর তুলাতলী বস্তি, দক্ষিণ পাহাড়তলী, আকবর শাহ, ফয়’স লেক, সরাইপাড়া, ওয়ারলেস, ঝাউতলা, ছোটপুল বাদশা মিয়া ব্রিক ফিল্ড, দক্ষিণ হালিশহর, সুন্দরী পাড়া, মঈন্যাপাড়া, লালখান বাজার, আমিন জুট মিল, পশ্চিম বাকলিয়া, উত্তর কাট্টলী জেলে পাড়াসহ নগরের বস্তি এলাকায় এ চিকিৎসাসেবা দিবে চট্টগ্রাম স্বাস্থ্য বিভাগ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট