চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

কমরেড আহম্মদ হোসেনের মৃত্যুদিবসে বক্তারা বীরদের স্মৃতিচারণে গড়ে উঠবে সাহসী প্রজন্ম

২৯ ফেব্রুয়ারি, ২০২০ | ১:২৫ পূর্বাহ্ণ

গণমুক্তি ইউনিয়ন চট্টগ্রাম জেলা কমিটির উদ্যোগে জীবন নিবেদিত মুক্তি সংগ্রামী, মুক্তিযোদ্ধা কমরেড আহম্মদ হোসেনের ৪৩তম মৃত্যুদিবসে স্মরণ সভা গতকাল শুক্রবার বিকেল চেরাগী পাহাড়স্থ কদম মোবারক স্কুল হলে অনুষ্ঠিত হয়। এসময় বাম ঐক্য ফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয়ক ও গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক কমরেড নাসির উদ্দীন আহম্মদ নাসু বলেন, জাতিগতভাবে আমাদের বেশ কিছু র্দুলভ অর্জন আছে। যেমন পৃথিবীতে আমরাই দুই বার স্বাধীনতার জন্য লড়াই করেছি। ভাষার জন্য জীবন দিয়েছি। কমরেড আহম্মদ হোসেন তিনি সংগ্রামে অংশগ্রহণ করছেনে। একাত্তরে তাঁর নেতৃত্বেই পটিয়ায় প্রথম মুক্তিযুদ্ধ শুরু হয়। মুক্তিযুদ্ধ এখনো শেষ হয়নি। তাইতো তিনি আমৃত্যু মুক্তি সংগ্রামে অবিচল ছিলেন। কমরেড আহম্মদ হোসনদের মত বীরদের স্মরণ ও স্মৃতিচারণের মধ্য দিয়ে গড়ে উঠতে পারে সাহসী প্রজন্ম। গণমুক্তি ইউনিয়ন জেলা সমন্বয়ক কমরেড রাজা মিঞার সভাপতিত্বে আলোচক ছিলেন- মাওলানা ভাসানী ফাউন্ডশেনের সভাপতি শ্রমিকনেতা সিদ্দীকুল ইসলাম, পরিবারের পক্ষে গণি হোসেন, গাফফার খান, রফিক আহম্মদ, জামাল উদ্দিন লাল, শিক্ষক নেতা শহীদুল ইসলাম প্রমুখ। সভা পরিচালনা করেন আবুল কালাম আজাদ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট