চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সম্মিলিত ওলামা পরিষদের মিছিল সমাবেশ

অবিলম্বে ভারতে মুসলিম হত্যা ও মসজিদে অগ্নিসংযোগ বন্ধ করুন

২৯ ফেব্রুয়ারি, ২০২০ | ১:২৬ পূর্বাহ্ণ

দিল্লিতে নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে সংঘর্ষের ঘটনায় নির্বিচারে মুসলিম নাগরিক হত্যা এবং মুসলমানদের পবিত্র ধর্মীয় স্থান মসজিদে অগ্নিসংযোগ এবং বাড়ি ঘর ও ব্যবসা প্রতিষ্ঠান, দোকান পাটে বর্বর হামলা, ভাঙচুর বন্ধের দাবি জানিয়ে সম্মিলিত ওলামা পরিষদ চট্টগ্রামের উদ্যোগে বাদ জু‘মা জাতীয় মসজিদ জমিয়তুল ফালাহ জামে মসজিদ উত্তর গেইটে এক বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত সমাবেশে ওলামা মাশায়েক নেতৃবৃন্দ উপরোক্ত দাবি জানান।

মাওলানা মিয়া মুহাম্মদ হোসাইন শরীফের সভাপতিত্বে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাওলানা হাফেজ এম.এ. মনছুর আল কাদেরী, মাওলানা এম.এ. হান্নান আনছারী ও মাওলানা রফিকুল্লাহ্ প্রমুখ।

সমাবেশে নেতৃবৃন্দ অবিলম্বে বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন প্রত্যাহার, মুসলিম হত্যা বন্ধ এবং মসজিদ, বাড়ি ঘর ও দোকান পাট অগ্নিসংযোগ, হামলা, ভাঙচুর ও লুটপাট বন্ধ, শান্তিপূর্ণ ও স্থিতিশীল পরিবশে সৃষ্টি করে নাগরিকদের জীবনের নিরাপত্তা ও নাগরিক অধিকার সুনিশ্চিত করার দাবি জানান। সমাবেশ শেষে এক বিক্ষোভ মিছিল বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কাজীর দেউড়ি মোড়ে গিয়ে শেষ হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট