চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

উখিয়ায় চলন্ত বাসে আগুন

উখিয়া সংবাদদাতা

২৮ ফেব্রুয়ারি, ২০২০ | ১১:৫৫ অপরাহ্ণ

কক্সবাজারে হঠাৎ চলন্ত বাসে আগুন ধরার ঘটনা ঘটেছে। এ সময় প্রাণ বাঁচাতে গাড়ি থেকে লাফ দেয় সাধারণ যাত্রীরা। এতে অনেক যাত্রী আহত হয়েছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা। তবে আহতের তাৎক্ষণিক পরিচয় পাওয়া যায়নি। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে কক্সবাজার-টেকনাফ (শহীদ এটিএম জাফর আলম) সড়কের উখিয়া স্টেশন জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীর বলেন, টেকনাফ থেকে ছেড়ে আসা কক্সবাজারগামী সরাসরি নাফ স্পেশাল সার্ভিস (যার নং-কক্সবাজার-জ-১১-০২০৮) গাড়ীটি উখিয়া স্টেশন জামে মসজিদ সামনে পৌছলে ইঞ্জিলে হঠাৎ আগুন ধরে যায়। তখন থাকা যাত্রীরা প্রাণ বাঁচাতে গাড়ির জানালা দিয়ে বাইরে লাফ দেয়। এ ঘটনায় ফায়ার সার্ভিসে একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। এ ঘটনায সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

উখিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার এমদাদুল হক জানান, চলন্ত গাড়িতে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রণ আনে। যার ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান গাড়িটি।

 

 

পূর্বকোণ/কায়সার-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট