চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পুলিশ বক্সে বিস্ফোরণ, ২ পুলিশ সদস্য আহত

নিজস্ব প্রতিবেদক

২৮ ফেব্রুয়ারি, ২০২০ | ১১:২৯ অপরাহ্ণ

নগরীর দুই নম্বর গেটে ট্রাফিক পুলিশ বক্সে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কর্তব্যরত দুই পুলিশ সদস্য আহত হয়। একই সাথে পুলিশ বক্সটিও ক্ষয়ক্ষতি হয়েছে। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন, ট্রাফিক সার্জেন্ট আরাফাত ও এএসআই আতা উদ্দিন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ষোলশহর দুই নম্বর গেটে থাকা পুলিশ বক্সটি হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় ভেতর আগুনও দেখা যায়। এতে দুই পুলিশ সদস্য আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠায়।

চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ জহিরুল হক ভুঁইয়া পূর্বকোণকে বলেন, ‘আহত অবস্থায় দুই জনকে চমেক হাসপাতালে নিয়ে আসা হয়েছে। তাদের ৩৬ নম্বর বার্ন এন্ড প্লাস্টিক ইউনিটে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

খোঁজ নিয়ে জানা যায়, ট্রাফিক লাইট নিয়ন্ত্রণের জন্য বসানো অটোমেটেড ট্রাফিক সিস্টেম ম্যানেজমন্টের যে মেশিনটি রয়েছে, তা থেকেই এ বিস্ফোরণ ঘটে। এর আগেও নগরীর টাইগারপাস এলাকায় একই মেশিন থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। যদিও তখন কোন দুর্ঘটনা ঘটার আগেই নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় কর্তব্যরত পুলিশ সদস্যরা।

 

 

 

পূর্বকোণ/রাজু-আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট