চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শিশুশ্রম নিরসনে করণীয় বিষয়ক গোলটেবিল বৈঠক

২৮ ফেব্রুয়ারি, ২০২০ | ৩:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে শিশুশ্রম নিরসনে আমাদের করণীয় ঃ চট্টগ্রাম প্রেক্ষিত শীর্ষক গোল টেবিল বৈঠক ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র এপি ম্যানেজার রবার্ট কমল সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মো. নুরুল আলম নিজামী। বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহযোগিতায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র আর্থিক ও কারিগরি সহযোগিতায় বেসরকারি উন্নয়ন সংস্থা অপরাজেয় বাংলাদেশ এবং ব্রাইট বাংলাদেশ ফোরাম’র বাস্তবায়নে এম্পাওয়ারিং দ্য ওয়ার্কিং চিল্ড্রেন থ্রো মোবিলাইজেশন এন্ড ক্যাপাসিটি বিল্ডিং এপ্রোচ’ প্রকল্পের উদ্যোগে বৈঠকের আয়োজন করা হয়।

শিশুশ্রম নিরসনে সরকারের গৃহীত পদক্ষেপ, চট্টগ্রাম বিভাগীয় পদক্ষেপ, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র বাস্তবায়নে প্রকল্পের অর্জন, চ্যালেঞ্জ এবং প্রস্তাবনা মাল্টিমিডিয়ার মাধ্যমে তুলে ধরেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র চাইল্ড প্রোটেকশন এন্ড এডভোকেসি অফিসার মিজানুর রহমান। ব্রাইট বাংলাদেশ ফোরাম’র মেন্টর নাসরিন সুলতানা খানমের সঞ্চালনায় গোল টেবিল বৈঠকে শিশুশ্রম নিরসন বিষয়ে বক্তব্য রাখেন অপরাজেয় বাংলাদেশ’র সহকারী পরিচালক মুস্তফা রহমান, ব্রাইট বাংলাদেশ ফোরাম’র প্রধান নির্বাহী উৎপল বড়–য়া, সংবাদ সংস্থা এনএনবি’র চট্টগ্রাম প্রধান রনজিত কুমার শীল, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ- মহাপরিদর্শক মো. আল আমিন, চট্টগ্রাম বিভাগীয় সমাজসেবা কার্যলয়ের উপ-পরিচালক হাসান মাসুদ, বিভাগীয় পরিসংখ্যান কার্যালয়ের যুগ্ম-পরিচালক মো. হেফজুর রহমান, বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. শফিকুল ইসলাম, প্রাথমিক শিক্ষা বিভাগের শিক্ষা কর্মকর্তা তাপস কুমার পাল, উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর উপজেলা প্রোগ্রাম অফিসার মর্জিনা বেগম, চসিক কাউন্সিলর ফারজানা পারভীন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট