চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

বিজিসি ট্রাস্ট ভার্সিটিতে আইন ও বিধি শীর্ষক দিনব্যাপী কর্মশালা সম্পন্ন

২৮ ফেব্রুয়ারি, ২০২০ | ৩:৩৪ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির ইনস্টিটিউশনাল কোয়ালিটি এসিওরেন্স সেল (আইকিউএসি) এর অধীনে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির সকল বিভাগের শিক্ষকদের জন্য এক্রেডিটেশন আইন ও বিধি শীর্ষক দিনব্যাপী কর্মশালা বিশ^বিদ্যালয়ের আইকিউএসি কনফারেন্স রুমে আইকিউএসি এর পরিচালক সৌমেন চক্রবর্তীর সভাপতিত্বে¡ অনুষ্ঠিত হয়। উক্ত কর্মশালায় প্রধান অতিথি ছিলেন বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী। প্রশিক্ষক ছিলেন বাংলাদেশ এক্রেডিটেশন কাউন্সিলের সদস্য প্রফেসর ড. সঞ্জয় কুমার অধিকারী। আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর আ ন ম ইউছুফ চৌধুরী, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. নারায়ণ বৈদ্য, রেজিস্ট্রার এএফএম আখতারুজ্জামান কায়সার, ব্যবসায় প্রশাসনের ডিন প্রফেসর রনজিত কুমার দে, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান নুরুল আবছার, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান মো. খালেদ বিন চৌধুরী, আইন বিভাগের চেয়ারম্যান নাজনীন আকতার , ফার্মেসি বিভাগের চেয়ারম্যান অনিন্দ্য কুমার নাথ এবং আইকিউএসি এর অতিরিক্ত পরিচালক জাহেদ বিন রহিম। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী বলেন, মানসম্পন্ন শিক্ষা প্রদান নিশ্চিতকরণের নিমিত্তে বিশ্ববিদ্যালয় এবং বিশ্ববিদ্যালয়সমূহের প্রোগ্রামসমূহের এক্রেডিটেশনের প্রক্রিয়া শুরু করা অত্যন্ত জরুরি । -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট