চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী ‘হলুদ প্যানেল’ চবি শিক্ষক সমিতির সভাপতি এমদাদুল, সম্পাদক মঞ্জুরুল

নিজস্ব সংবাদদাতা হ চবি

২৮ ফেব্রুয়ারি, ২০২০ | ২:৫৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শিক্ষক সমিতির নির্বাচনে সবকটি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন আওয়ামী-বামপন্থি শিক্ষকদের সংগঠন ‘হলুদ প্যানেল’। গতকাল (বৃহস্পতিবার) প্রধান নির্বাচন কমিশনার ও ফাইন্যান্স বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আখতার হোসেন তাদের নির্বাচিত ঘোষণা করেন। এতে নির্বাচিত সভাপতি পরিসংখ্যান বিভাগের অধ্যাপক মো. এমদাদুল হক, সাধারণ সম্পাদক আধুনিক ভাষা ইনস্টিটিউটের

সহযোগী অধ্যাপক মঞ্জুরুল আলম। ৩৪ বছর পর এবারের নির্বাচনে বিএনপি ও জামায়াত সমর্থিত শিক্ষকদের সংগঠন ‘সাদা দল’ ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম অংশ নেয়নি। এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সহ-সভাপতি মাইক্রোবায়োলজি বিভাগের অধ্যাপক ড. মো. তৌহিদ হোসেন, কোষাধ্যক্ষ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক শাহনেওয়াজ মাহমুদ সোহেল, যুগ্ম সম্পাদক অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক মো. সাইফুদ্দীন। এছাড়া সদস্য জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আদনান মান্নান, ইনস্টিটিউট অব ফরেস্ট্রি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেসের অধ্যাপক ড. খালেদ মিসবাহুজ্জামান, ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেসের সহকারী অধ্যাপক জুয়েল দাশ, আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ মঈন উদ্দীন, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ড. কাজী তানভীর আহম্মদ রনি, এবং বাংলা বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ শফিউল আযমকে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট