চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ডায়াবেটিস থেকে বাঁচতে প্রয়োজন সুশৃংখল জীবন
ডায়াবেটিস থেকে বাঁচতে প্রয়োজন সুশৃংখল জীবন

ডায়াবেটিস সচেতনতা দিবস আজ

ডায়াবেটিস থেকে বাঁচতে প্রয়োজন সুশৃংখল জীবন

দেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় ৬৯ লাখ ষ ২০৪৫ সালের মধ্যে এ সংখ্যা ১ কোটি ৩৭ লাখে পৌঁছাবে ষ ৫৭% আক্রান্ত মানুষ জানেই না তাদের ডায়াবেটিস আছে

নিজস্ব প্রতিবেদক

২৮ ফেব্রুয়ারি, ২০২০ | ২:৩৯ পূর্বাহ্ণ

সচেতনার অভাবেই দিনদিন বৃদ্ধি পাচ্ছে ডায়াবেটিস রোগীর সংখ্যা। এরজন্য খাদ্য অভ্যাসসহ অসচেতনাকেই দায়ী করছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞদের মতে, দেশের কর্মক্ষম ও পরিণত জনগোষ্ঠীর একটা বিরাট অংশই ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছে। এতে আক্রান্ত হচ্ছেন শিশুরাও। এ রোগ থেকে বাঁচতে সচেতনতার পাশাপাশি সুশৃঙ্খল জীবনযাপনের পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকেদের। ইন্টারন্যাশনাল ডায়াবেটিস ফেডারেশন (আইডিএফ) এর তথ্যানুযায়ী বাংলাদেশের প্রায় ৫৭ ভাগ ডায়াবেটিস আক্রান্ত মানুষ জানেই না তাদের ডায়াবেটিস রয়েছে। আইডিএফ এর তথ্যানুযায়ী বর্তমানে বাংলাদেশে ডায়াবেটিস রোগীর সংখ্যা প্রায় ৬৯ লাখ আর ২০৪৫ সালের মধ্যে এ সংখ্যা ১ কোটি ৩৭ লাখে পৌঁছাবে। তাই এ রোগ থেকে বাঁচতে সকলকে সচেতন হওয়ার পরামর্শ বিশেষজ্ঞ চিকিৎসকদের। এমন শঙ্কার মধ্য দিয়ে দেশে আজ বৃহস্পতিবার পালিত হচ্ছে জাতীয় ডায়াবেটিস সচেতনতা দিবস। অ-সংক্রামিত এই রোগটি সম্পর্কে সচেতনতার পাশাপাশি এটি নিয়ন্ত্রণে দ্রুত চিকিৎসা এবং স্বাস্থ্যকর জীবনযাত্রার পরামর্শসহ বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যেমে দিবসটি পালন করা হচ্ছে। মূলত ১৯৫৬ সালের ২৮

ফেব্রুয়ারি বাংলাদেশ ডায়াবেটিক সমিতি প্রতিষ্ঠা হয়। ডায়াবেটিস নিয়ন্ত্রণে সচেতন করে তুলতেই বাংলাদেশ ডায়াবেটিক সমিতি তার প্রতিষ্ঠা দিবসকে ডায়াবেটিক সচেতনতা দিবস হিসেবে পালনের উদ্যোগ নেয়। দিবসটি উপলক্ষে আজ বৃহস্পতিবার বাডাসের পক্ষ থেকে দেশব্যাপী নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। বাংলাদেশ ডায়াবেটিক সমিতির (বাডাস) সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে বিশ্বজুড়ে ডায়াবেটিস আক্রান্তের সংখ্যা প্রায় ৩৯ কোটি। ১৯৮৫ সালে এ সংখ্যা ছিল মাত্র ৩ কোটি। এখনই এই রোগ প্রতিরোধ করা না গেলে ২০৩৫ সালের মধ্যে আক্রান্তের সংখ্যা ৫৯ কোটিতে পৌঁছানোর আশঙ্কা করা হচ্ছে। দেশে বর্তমানে ৮৪ লাখেরও বেশি মানুষ ডায়াবেটিসে আক্রান্ত বলে ধারণা তাদের। ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বাড়াতে বাংলাদেশ ডায়াবেটিস সমিতিসহ (বাডাস) বিভিন্ন সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে। এ উপলক্ষে দেশব্যাপী ডায়াবেটিস সম্পর্কিত সচেতনতামূলক পোস্টার, লিফলেট বিতরণ ছাড়াও র‌্যালির আয়োজন করা হয়েছে। আলোচনা সভা ও র‌্যালীর মধ্যে দিয়ে চট্টগ্রামেও নানা আয়োজনে পালিত হচ্ছে দিবসটি। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালেও পালন করা হচ্ছে দিবসটি। চট্টগ্রাম ডায়াবেটিস সমিতির উদ্যেগে আয়োজন করা হয়েছে আলোচনা সভা ও র‌্যালি।

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতাল আজ সকাল ১০টায় খুলশীস্থ জেনারেল হাসপাতালে পতাকা উত্তোলন, সুধী সমাবেশ এবং আদর্শ ডায়াবেটিস রোগীদের সম্মাননা প্রদান অনুষ্ঠিত হবে। উক্ত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন পিএইচপি গ্রুপের চেয়ারম্যান, সুফী মিজানুর রহমান এবং বিশেষ অতিথি থাকবেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বী । এছাড়া বিভিন্ন বেসরকারি হাসপাতাল ও সংগঠনের উদ্যেগে সচেতনতামূলক কর্মসূচি পালিত হচ্ছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট