চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

তিনি ছিলেন সম্প্রীতি ও শান্তির অগ্রনায়ক : এমপি কমল

রামুতে প-িত সত্যপ্রিয় মহাথের’র ৩দিন ব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়া শুরু

নীতিশ বড়–য়া হ রামু

২৮ ফেব্রুয়ারি, ২০২০ | ২:৪০ পূর্বাহ্ণ

একুশে পদকে ভূষিত, বৌদ্ধ সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় গুরু, উপ-সংঘরাজ ও রামু কেন্দ্রীয় সীমা মহাবিহারের অধ্যক্ষ প-িত সত্যপ্রিয় মহাথের’র ৩ দিন ব্যাপী জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান শুরু হয়েছে। বৃহস্পতিবার (গতকাল) দুপুর ২ টায় প্রয়াত প-িত সত্যপ্রিয় মহাথের’র শবদেহ সহকারে শোভাযাত্রার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সুচনা করা হয়। রামু কেন্দ্রীয় সীমা মহাবিহার থেকে শুরু হওয়া বিশাল শোভাযাত্রা বিহার সংলগ্ন অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানস্থলে গিয়ে শেষ হয়। শোভাযাত্রা শেষে ৩ দিনব্যাপী অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানের আনুষ্ঠানিক শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমল। তিনি বলেন, অধ্যক্ষ প-িত সত্যপ্রিয় মহাথের সম্প্রীতি ও শান্তি প্রতিষ্ঠার অগ্রনায়ক ছিলেন। তিনি মানবতার কল্যাণে কাজ করেছেন। তাঁর প্রয়াণে দেশবাসী শোকাহত। তাঁর শিক্ষা ও আদর্শ লালন করে আগামীতে তাঁর মতো ধর্মীয় গুরু সৃষ্টি হলে দেশ উপকৃত হবে। ভারতীয় সংঘরাজ ভিক্ষু মহাসভার

উপ-সংঘরাজ ধর্মরতœ মহাথের’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রামু উপজেলা পরিষদ চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল, রামু উপজেলা নির্বাহী অফিসার প্রণয় চাকমা, ওসি মো. আবুল খায়ের, কক্সবাজার জেলা আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক মুসরাত জাহান মুন্নী, রামু সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবদুল হক, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. সালাহ উদ্দিন, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুপ্ত ভূষণ বড়–য়া, রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নোবেল বড়–য়া, ফতেখাঁরকুল ইউনিয়ন পরিষদ জেয়ারম্যান ফরিদুল আলম, বৌদ্ধ ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি শিল্পপতি দয়াল বড়–য়া, এডভোকেট দীপঙ্কর বড়–য়া পিন্টু, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বাবুল শর্মা প্রমুখ।
স্বাগত বক্তব্য রাখেন উপ-সংঘরাজ প-িত সত্যপ্রিয় মহাথের’র অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী তরুণ বড়–য়া।
উদ্বোধনী সভা শেষে ৭টি দল আলং নৃত্য পরিবেশন করে। সন্ধ্যা ৭ টায় উপ-সংঘরাজ প-িত সত্যপ্রিয় মহাথের মহোদয়ের নির্বাণ সুখ ও বিশ্বশান্তি কামনায় সমবেত প্রার্থনা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে শুরুতে পবিত্র ত্রিপিটক থেকে মঙ্গলাচরণ করেন, বোধিপ্রিয় ভিক্ষু। সাংস্কৃতিক উপ-পরিষদের শিল্পীরা উদ্বোধনী সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, উদযাপন পরিষদের অধ্যাপক পরীক্ষিৎ বড়–য়া টুটুন ও অধ্যাপক নীলোৎপল বড়–য়া।
অনুষ্ঠানের দ্বিতীয় দিনে আজ (শুক্রবার)

পৃথক অনিত্য ও স্মৃতিচারণ সভায় প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম, ১০ পদাতিক ডিভিশন, রামু সেনানিবাসের জিওসি মেজর জেনারেল মো. মাঈন উল্লাহ চৌধুরী ওএসপি, এডব্লিউসি, পিএসসি। অনুষ্ঠানে বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের সভাপতি সংঘনায়ক শুদ্ধানন্দ মহাথের, উপ-সংঘরাজ ড. জ্ঞানশ্রী মহাথের আর্শীবাদক ও সভাপতিত্ব করবেন।
এদিকে উপ-সংঘরাজ প-িত সত্যপ্রিয় মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানকে ঘিরে রামু বাইপাস সংলগ্ন মেরংলোয়া বিলের ৪০ একর জায়গা জুড়ে বসেছে সম্প্রীতির মেলা।

উপ-সংঘরাজ প-িত সত্যপ্রিয় মহাথের’র জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া উদযাপন পরিষদের প্রধান সমন্বয়কারী তরুণ বড়–য়া জানান, অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠানে অংশ নিতে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের বৌদ্ধ ভিক্ষু ছাড়াও আমেরিকা, অষ্ট্রেলিয়া, ফ্রান্স, ইটালী, মিয়ানমার, ভারত, শ্রীলংকা, থাইল্যান্ডসহ বিভিন্ন বৌদ্ধ প্রতীম রাষ্ট্র থেকে হাজারো বৌদ্ধ ভিক্ষু রামু-কক্সবাজারের বিভিন্ন বৌদ্ধ বিহারে অবস্থান করছেন’।
অন্ত্যেষ্টিক্রিয়া উপলক্ষে রামুতে গত ২২ ফেব্রুয়ারি থেকে সম্প্রীতির মেলা অনুষ্ঠিত হচ্ছে।
মেলায় প্রতিদিন সার্কাস, মুত্যুকূপ, ওয়াটাররেস, নাগরদোলাসহ শিশুদের বিভিন্ন বিনোদন এবং দেশি-বিদেশি পণ্যের দু’শতাধিক স্টলে শিশু, কিশোর, নারী, পুরুষের ব্যাপক উপস্থিতি দেখা গেছে। এছাড়া সাংস্কৃতিক মঞ্চে প্রতিদিন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অব্যাহত রয়েছে।
প্রয়াত বৌদ্ধ ধর্মীয় গুরুর শবদেহ চন্দন কাঠের আগুনে পুড়িয়ে দাহক্রিয়া সম্পন্ন হবে কাল ২৯ ফেব্রুয়ারি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট