চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

প্রতিবন্ধীদের দক্ষতা উন্নয়নে সভা সীতাকু-ে

নিজস্ব সংবাদদাতা, সীতাকু-

২৮ ফেব্রুয়ারি, ২০২০ | ২:১৭ পূর্বাহ্ণ

সীতাকু- উপজেলা প্রশাসনের আয়োজনে প্রতিবন্ধী জনগোষ্ঠী ও অংশীজনদের অবহিতকরণ বিষয়ে সভা অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ)’র উদ্যোগে পায়াকট্ বাংলাদেশ’র সহযোগিতায় উপজেলা পরিষদ মিলনায়তনে সভা অনুষ্ঠিত হয়।

সহকারী কমিশনার (ভূমি) মো. মাহবুবুল হকের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেন্ডার এন্ড সোশ্যাল ডেবেলপমেন্ট স্পেশালিস্ট সেইপ অর্থ বিভাগ ও অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ফারহিনা আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলাউদ্দীন সাবেরী, মহিলা ভাইস চেয়ারম্যান জয়নব বিবি জলি, ইউপি চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামী ও সীতাকু- প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী। সেইফের সমন্বয়ক মো. জিয়াউদ্দীনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার, যুব উন্নয়ন কর্মকর্তা মো. শাহ্ আলম, সমাজ সেবা কর্মকর্তা লুৎফুন নেছা বেগম, তথ্যসেবা তথ্য আপা প্রকল্পের কর্মকর্তা শারমীন আক্তার, কর্মশালার ফ্যাসিলিটেটর মো. আবু আজম প্রমুখ।

বক্তারা বলেন, বাংলাদেশ শিক্ষিত যুব সমাজের বেশিরভাগেরই কোন প্রযুক্তিগত শিক্ষা না থাকায় তারা কর্মস্থলে চাকরি পান না। একই কারণে বিদেশে গিয়েও তারা বেকারত্বেও অভিশাপে নিমজ্জিত হন। তাই শিক্ষার পাশাপাশি সরকার বিনামূল্যে দক্ষ জনসম্পদ গড়ে তুলতে বেশ কিছু প্রকল্প গ্রহণ করেছে। এতে অংশগ্রহণ করে প্রযুক্তিগত শিক্ষা অর্জনের মধ্য দিয়ে প্রত্যেকেই তার নিজের ভাগ্য পরিবর্তন করতে পারবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট