চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

জ্যৈষ্ঠপুরা সূর্যব্রত সড়কের নির্মাণকাজ শুরু

সহজ যাতায়াত ও জীবনমানের উন্নতি হবে স্থানীয়দের

নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী

২৮ ফেব্রুয়ারি, ২০২০ | ২:১৭ পূর্বাহ্ণ

জ্যৈষ্ঠপুরা সূর্যব্রত বিলটি পাহাড়ের পাদদেশে দেড়শ বছরের পুরোনো সূর্যব্রত মেলার জন্য বিখ্যাত। এতবড় মেলা, পাহাড়ে উৎপাদিত পণ্য আর স্থানীয় কৃষক-পেশাজীবী মানুষের চলাচলের পথটি ছিল খুবই ভঙ্গুর। যেকোন সমস্যায় গাড়ি চলাচলের অপ্রতুলতার জন্য জীবনমান ছিল খুবই নগণ্য।

এমনই বাস্তবতায় গত বুধবার সকালে এর কার্পেটিং কাজের উদ্বোধন করা হয়। কানুনগোপাড়া পোস্ট অফিস সড়ক হলেও এটি পটিয়া-ভা-ালজুরি সড়ক নামে পরিচিত। এ সড়কটির ১ কিলোমিটার এলজিইডির তত্ত্বাবধানে প্রায় ৯৭ লক্ষ টাকা ব্যয়ে কার্পেটিং করা হবে। এর কারণে দূর হবে যাতায়াত অযোগ্য সড়কের দীর্ঘদিনের সমস্যা। উদ্বোধনশেষে উপজেলার শ্রীপুর-খরণদ্বীপ ইউপি চেয়ারম্যান মোহাম্মদ মোকারম বলেন, উন্নয়নের প্রশ্নে এলাকার এমপি তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ খুবই আন্তরিক। যে কারণে ইউনিয়নের অলিগলিতে সড়ক নির্মাণ ও উন্নয়ন সম্ভব হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন সাংবাদিক সেকান্দর আলম বাবর, ননী গোপাল দে, নিমাই দে, অরুন দে, বিভ দে, অরূপমহাজন, রাজীব তালুকদার, প্রদীপ বিশ্বাস, আশীষ দে, সুকুমার দত্ত, বাবলু দে, ইউনুছ আজম প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট