চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

খুনের মামলায় খাগড়াছড়িতে একজনের  যাবজ্জীবন

সেগুন কাঠ চুরির মামলায় ২ জনের জেল-জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২৭ ফেব্রুয়ারি, ২০২০ | ৯:৩৫ অপরাহ্ণ

রাঙামাটিতে দুই ব্যক্তিকে ১৫ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছে রাঙামাটির আদালত। সংরক্ষিত বনাঞ্চল থেকে মূল্যবান সেগুন কাঠ চুরি করে নিয়ে যাওয়ার অভিযোগে দায়েরকৃত মামলায় আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাঙামাটির চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১ এর বিচারক জাহিদ আহাম্মেদ এই রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন, কাপ্তাই উপজেলার চিৎমরম মুসলিম পাড়া এলাকার বাসিন্দা ইউছুপ ও ইকবাল। আদালত আসামিদের ১৫ মাস সশ্রম কারাদণ্ড ১৫ হাজার টাকা ক্ষতিপূরণ ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ২ মাস বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করে। এ সময় আসামিরা আদালতেই উপস্থিত ছিলেন। রায়ের পর কোর্ট পুলিশ তাদের আসামিদের জেল হাজতে নিয়ে যায়।

আদালতে বনবিভাগের প্রতিনিধি ফরেষ্টার আমজাদ হোসেন জানান, ২০১৫ সালের ১৭ সেপ্টেম্বর দণ্ডাদেশপ্রাপ্তরা কাপ্তাইয়ের সংরক্ষিত বনাঞ্চলে অবৈধভাবে প্রবেশ করে মূল্যবান সেগুন কাঠ চুরির চেষ্টা করেছিলো। ওই সময় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছিলো। এই ঘটনায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হলেও তারা জামিনে বের হয়ে যান।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট