চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হাটহাজারীতে আগুনে ১০ ঘর পুড়ে ছাই

নিজস্ব সংবাদদাতা হ হাটহাজারী

২৭ ফেব্রুয়ারি, ২০২০ | ২:১১ পূর্বাহ্ণ

হাটহাজারী উপজেলার মেখল ইউনিয়নের মুন্সি মিয়া মেম্বারের বাড়িতে গত মঙ্গলবার দিবাগত রাতে ভয়াবহ অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। অগ্নিকা-ে বাড়ির ১০টি পরিবারের বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৩৫ লাখ টাকার ক্ষয়-ক্ষতি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গেছে, রাত প্রায় ১১টার দিকে বাড়ির জাহাঙ্গীর আলমের ঘর থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটের মাধ্যমে অগ্নিকা-ের সূত্রপাত হয়। পরে মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে

হাটহাজারী ফায়ার সার্ভিস ও স্থানীয় লোকজন গিয়ে ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে বাড়ির জাহাঙ্গীর আলম, আবুল কালাম, মো. সুমন, আনা মিয়া, মো. ফরিদ, বকতিয়ার হোসন, মো. নুরুল আফচার, মো. আলমগীর, বেবী আক্তার, দিলওয়ারা বেগমের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। আগুনে কাচা টিনের বসতঘর ও ব্যবহার সামগ্রীসহ ১০ পরিবারের সবকিছুই পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতিগ্রস্তরা জানান এসব পরিবারের প্রায় ৩৫ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। পরনের কাপড় ছাড়া কিছুই রক্ষা করতে পারেনি ক্ষতিগ্রস্তরা। আগুনে সর্বস্ব হারিয়ে বর্তমানে খোলা আকাশের নিচে মানবেতর দিনযাপন করছে ক্ষতিগস্ত এসব পরিবারের সদস্যরা।
হাটহাজারী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা জাকের হোসেন বলেন, খবর পাওয়া মাত্রই আমরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনি। অগ্নিকা-ের সূত্রপাত বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে বলে তিনি জানান।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট