চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পেনিনসুলায় ‘পাস্তা লা ভিস্তা’ শুরু নিজস্ব প্রতিবেদক

২৭ ফেব্রুয়ারি, ২০২০ | ১:৫৯ পূর্বাহ্ণ

পেনিনসুলায় সেইন্টস ক্যাফেতে ‘পাস্তা লা ভিস্তা’ উৎসবের উদ্বোধন হয়েছে। গতকাল বুধবার নগরীর পেনিনসুলায় সুস্বাদু ও মুখরোচক খাবার পাস্তার এ উৎসব আয়োজন করা হয়। ‘পাস্তা লা ভিস্তা’ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন র‌্যাংকস এফসি প্রপার্টিজের সিইও প্রকৌশলী তানভীর শাহরিয়ার রিমন। অতিথিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন, দি পেনিনসুলা চিটাগাং এর ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা তাহসিন আরশাদ, জেনারেল ম্যানেজার মুস্তাক এইচ লুহারসহ নগরীর বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিগণ। আন্তর্জাতিক মানের খাবারের মেনুর জন্য জনপ্রিয়তা অর্জন করেছে এ হোটেল। এরই ধারাবাহিকতায় এবারের ভোজনপ্রিয় পাস্তা প্রেমিদের জন্য করা হয়েছে এ আয়োজন। সেইন্টস ক্যাফেতে সন্ধ্যা থেকে ২৪ ঘণ্টার জন্য চালু থাকবে এ ‘পাস্তা লা ভিস্তা’ উৎসব। প্রতি প্লেলেট পাস্তা ৪৯৯ টাকা ও এক প্লেট পাস্তা কিনলে সাথে আরেক প্লেট পাস্তা ফ্রি থাকবে। এসময় অতিথিরা ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন। অনুষ্ঠানে দি পেনিনসুলা চিটাগাং এর ব্যবস্থাপক মো. কামাল হোসাইন বলেন, পেনিনসুলা সবসময় অতিথিদের জন্য নতুন নতুন ও ভালো মানের খাবারের আয়োজন করে। এবারও তার ব্যতিক্রম নয়। এবার পাস্তা প্রেমিদের জন্য নতুন এ আয়োজন। আর এ পাস্তা তৈরি করবে আন্তর্জাতিক পাস্তা স্পেশালিস্ট শেফ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট