চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

লেখকের দৃষ্টিতে বইমেলা

২৫ ফেব্রুয়ারি, ২০২০ | ৪:৫৭ পূর্বাহ্ণ

দেবাশীষ পাল দেবু, প্রাবন্ধিক। রাজনীতির সাথে জড়িত থাকলেও লেখালেখি ও পড়তে ভালেবাসেন। অবসর সময়ে লেখালেখি করেন। বিভিন্ন দৈনিকে প্রকাশিত প্রবন্ধ নিয়ে এবারের বইমেলাকে কেন্দ্র করে চন্দ্রবিন্দু প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে লেখকের প্রথম বই, ‘শেখ ফজলুল হক মনি ও যুবলীগ প্রতিষ্ঠার ইতিহাস’। বইটি ইতোমধ্যে বেশ পাঠকপ্রিয়তা পেয়েছে। সম্প্রতি পূর্বকোণের পক্ষ হতে লেখকের কাছে তুলে ধরা প্রশ্নে খুব সুন্দর করে উত্তর দিয়েছেন। পাঠকদের জন্য উত্তরগুলো তুলে ধরা হলো। এতো বইয়ের ভিড়ে আপনার বই প্রকাশের কারণ সম্পর্কে বলেনÑ ‘নিজের মনোভাব, দৃষ্টিভঙ্গি তরুণ ও যুব সমাজের সামনে উপস্থাপন করার লক্ষে লিখি। যুদ্ধ পরবর্তী বঙ্গবন্ধু যুব সমাজকে কেমন দেখতে চেয়েছিলেন ও শেখ মনির যুবলীগ গঠন কেন করেছিলেন? এসব প্রশ্নের উত্তর খুঁজতে লিখি, সেই লেখাকে পাঠকের কাছে পৌঁছে দেওয়ার জন্যই বই প্রকাশ করা।
বই প্রকাশের অনুভূতি নিয়ে তিনি বলেনÑ ‘প্রথম বই প্রকাশের অনুভূতি ভাষায় প্রকাশ কঠিন কারণ এটা আমার কাছে স্বর্গীয় অনুভূতি।’
বই প্রকাশে জটিলতা প্রসঙ্গে লেখক জানানÑ ‘বই প্রকাশে তেমন কোন জটিলতা পাইনি, সেজন্য চন্দ্রবিন্দু প্রকাশনকে ধন্যবাদ তবে বইয়ের মার্কেটিং নিয়ে এখনো চট্টগ্রামের প্রকাশকরা পিছিয়ে আছেন। লেখককে কেন এটা নিয়ে ভাবতে হয়, সেক্ষেত্রে প্রকাশকদের বিষয়টি নিয়ে আরো ভাবতে হবে।’
বই বিক্রি নিয়ে তিনি বলেনÑ ‘একজন লেখক তার মেধা মনন ও শ্রম দিয়ে লিখে তার প্রতিটি লেখা। লেখক আশা করে পাঠক তার বইটি পড়বে, যদি তা না হয় হতাশ হওয়া স্বাভাবিক। তবে যারা সৃজনশীল লেখক তারা সমাজকে বদলাতে কলম ধরে তারা হতাশ হন না। তারাই একদিন আমাদের কাছে অসাধারণ একজন হয়ে উঠে।’
বই প্রকাশে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বলেনÑ ‘বই লেখার ক্ষেত্রে ইতিহাসের অজানা দিকগুলো ও সমসাময়িক বিষয় গুরুত্বপূর্ণ বলে মনে করি। কারণ মানুষের কাছে তার সময়টাই শ্রেষ্ঠ মনে হয়।’
নতুন লেখকদের উদ্দেশ্যে বলেনÑ ‘তরুণদের বলতে চাই বই প্রকাশ করে থেমে গেলে হবে না। সেটি পড়ার জন্য বা পাঠকের নজরে আনতে নিজস্ব কিছু কৌশল থাকতে হবে। দিন শেষে পাঠকের কাছে পৌঁছে যাওয়াই সফলতা।’
এবারের প্রকাশিত বই সম্পর্কে লেখক বলেনÑ ‘এবারের বইমেলায় আমার লেখা বইটি মূলত মুজিববর্ষকে সামনে রেখে প্রকাশ করা, শেখ মনি ও যুবলীগের প্রতিষ্ঠার কথা নিয়ে। অতীতে যুবলীগের ইতিহাস নিয়ে এমন বই প্রকাশ হয়েছে কিনা আমার জানা নেই। পাশাপাশি আমার রাজনৈতিক জীবনের কিছু ঘটনা নিয়ে লেখা আছে। আশা করছি বই সবার ভালো লাগবে।’
বইমেলা নিয়ে লেখক জানানÑ ‘মেলার পরিসর বড় হওয়াটা চট্টগ্রামের লেখক পাঠকের জন্য আনন্দের। তবে এর জন্য চসিককে ধন্যবাদ দেওয়া উচিত। আগামীতে এর ধারাবাহিকতা রক্ষা করতে হবে।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট