চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নোংরা পরিবেশে খাবার তৈরির দায়ে ২ রেস্টুরেন্টকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

২৪ ফেব্রুয়ারি, ২০২০ | ১১:৪৫ অপরাহ্ণ

কক্সবাজার শহরের বড় বাজার ও লালদীঘির পাড় এলাকায় অভিযান চালিয়ে দুটি রেস্টুরেন্টে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে । নোংরা ও ময়লা পরিবেশে খাবার প্রস্তুত এবং পণ্যের মেয়াদউত্তীর্নের কারণে এই জরিমানা করা হয়। আজ সোমবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে কক্সবাজার ভোক্তা অধিদপ্তরের নেতৃত্বে এই অভিযান চলে। এ সময় জেলা স্যানিটারি ইন্সপেক্টর তরুন বড়ুয়া এবং সদর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

তরুন বড়ুয়া বলেন, রমজানকে সামনে রেখে কাঁচা বাজারের আড়তে সচেতনতামূলক অভিযান পরিচালনা করা হয় এবং আড়ত মালিক সমিতির সভাপতিকে সাথে নিয়ে ব্যবসায়ীদের প্রয়োজনীয় নির্দেশনা ও লিফলেট বিতরণ করা হয়। এ সময় কাঁচা বাজার এলাকার মক্কা রেস্টুরেন্টে নোংরা ও ময়লা পরিবেশে খাবার প্রস্তুত করার দায়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

পরে লালদীঘি এলাকার মিষ্টিবন এর শোরুমে অভিযান পরিচালনা করা হয়। উক্ত শোরুমের মিষ্টি, দই  কেক সহ অধিকাংশ পণ্যের উৎপাদন ও মেয়াদোত্তীর্নের তারিখ না থাকায় ২০ হাজার টাজার জরিমানা আদায় করা হয়। জনস্বার্থে এই ধরনের অভিযান সামনেও চালানো হবে বলেও জানান জেলা স্যানিটারি ইন্সপেক্টর তরুন বড়ুয়া

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট