চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চান্দগাঁও আবাসিকে পুরস্কার বিতরণীতে হাসান মাহমুদ চৌধুরী

মেধার বিকাশ ঘটাতে শিক্ষার্থীদের চতুর্মুখী শিক্ষায় গড়ে তুলতে হবে

২৪ ফেব্রুয়ারি, ২০২০ | ৭:২৭ পূর্বাহ্ণ

চান্দগাঁও আবাসিক এলাকা কল্যাণ সমিতি বি-ব্লকের সভাপতি হাসান মাহমুদ চৌধুরী বলেছেন, আধুনিক ও বিজ্ঞানের এ সময়ে শিক্ষার্থীদের মেধা ও মননের বিকাশ ঘটাতে চতুর্মুখী শিক্ষায় গড়ে তুলতে হবে। শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তির ব্যবহারও শিখতে হবে।

গত শুক্রবার সমিতির উদ্যোগে স্কুল পর্যায়ের শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। এর আগে সকাল থেকে আবাসিক এলাকা মাঠে ফ্রি ব্লাড গ্রুপিং ও শিশু-কিশোরদের চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সমিতির প্রথম সহ-সভাপতি মোহাম্মদ ইউসুফ সিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম সংবাদিক ইউনিয়ন (সিইউজে) এর সভাপতি মোহাম্মদ আলী, ৩য় সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মোহাম্মদ ইসমাইল। কাশেম-নূর ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় এবং সংগঠনের প্রচার ও প্রকাশনা সম্পাদক তৌফিক হোসেনের সঞ্চালনায় উপস্থিত ছিলেন সম্পাদক (অর্থ) নুরুল আবছার, মহিলা সম্পাদিকা রিজিয়া সুলতানা, সদস্য আবু আহম্মদ হাসনাত, মোহাম্মদ হারুন, মোহাম্মদ আলী, রুহুল আমিন, সিএস মাহমুদ চৌধুরী, আব্দুল মান্নান, জাকির হোসেন, এনামুল হাসান, আল মামুনুল করিম বিদ্যুৎ প্রমুখ। অনুষ্ঠানে বিনোদন ও সাংস্কৃতিক সম্পাদক তারিকুল ইসলাম সেন্টুর পরিচালনায় বিজয়দের মাঝে পুরস্কার তুলে দেন সভাপতি হাসান মাহমুদ চৌধুরীসহ অতিথিবৃন্দ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট