চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সীতাকু-ে হায়দ্রাবাদের যশোদা হাসপাতালের পরিচিতি সভা

নিজস্ব সংবাদদাতা, সীতাকু-

২৪ ফেব্রুয়ারি, ২০২০ | ১:৩৯ পূর্বাহ্ণ

ভারতের হায়দ্রাবাদে অবস্থিত যশোধা হাসপাতালের চট্টগ্রাম তথ্য কেন্দ্রের আয়োজনে সীতাকু-ে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে সম্প্রতি।
পৌরসদরের আল-আমিন রেস্তোরাঁয় গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটির সহযোগিতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ডা. এস.পি দাশ। অনুষ্ঠানে যশোদা হাসপাতাল চট্টগ্রাম তথ্য কেন্দ্রের প্রধান রোটারিয়ান মৃণাল কান্তি দত্ত উপস্থিতিদের মাঝে যশোদা হাসপাতালের উন্নত প্রযুক্তি ও এডভান্স রেডিও থেরাপি, ব্রঙ্কিয়াল থার্মোপ্লাস্টি, এডভান্স লিভার ডিসিজ ম্যানেজমেন্ট সেবা সম্পর্কে তথ্য উপস্থাপন করেন। চট্টগ্রাম তথ্য কেন্দ্রের সীতাকু- প্রতিনিধি তুষার চৌধুরীর সঞ্চালনায় সভায় অতিথি ছিলেন সীতাকু- প্রেসক্লাবের সভাপতি সৌমিত্র চক্রবর্তী, সাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী, ডা. মাণিক শীল, ডা. লিটন কুমার নাথ, চট্টগ্রাম তথ্য কেন্দ্রের ম্যানেজার জয় বড়–য়া প্রমুখ। বক্তারা বলেন, ভারতে প্রতিদিনই চিকিৎসার জন্য এ দেশ থেকে অসংখ্য মানুষ যাচ্ছেন। কিন্তু দুঃখের বিষয় এদের একটি বড় অংশ দালালদের মাধ্যমে প্রতারিত হন। কিন্তু প্রকৃত সেবা বঞ্চিত হন। চট্টগ্রামের এই তথ্য কেন্দ্র যেকোন রোগীর তথ্য নিয়ে হাসপাতালে বিশেষজ্ঞ ডাক্তারদের সাথে তথ্য প্রদানের মাধ্যমে রোগীর অবস্থা, তার চিকিৎসার সময়, মেয়াদ, ডাক্তারের সাক্ষাত, আর্থিক ব্যয়সহ অন্য যেকোন বিষয়ে পূর্ব থেকে তথ্য প্রদানের মাধ্যমে রোগীদের সেবা করবে। এমনকি বিমান বা রেলস্টেশন থেকে নিজেদের গাইডের মাধ্যমে রোগীদের হাসপাতালে নিয়ে গিয়ে চিকিৎসা, দোভাষী প্রদানসহ সার্বিক সহযোগিতার মাধ্যমে উন্নত চিকিৎসা সেবা প্রদান করবে। এতে নিঃসন্দেহে রোগীরা উপকৃত হবে বলে তারা অভিমত প্রকাশ করেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট