চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চবির সীতাকুণ্ড ছাত্র সমিতির নবীন বরণ ২৯ ফেব্রুয়ারি

চবি সংবাদদাতা

২৩ ফেব্রুয়ারি, ২০২০ | ৩:৪৪ অপরাহ্ণ

সীতাকুণ্ড থেকে অধ্যয়নরত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০১৯-২০২০ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা ও বরণ করে নিতে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে সীতাকুণ্ড ছাত্র সমিতি, চবি। আগামী ২৯ ফেব্রুয়ারি (শনিবার) বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য নিয়ে নবীনদের বরণ করে নিবে সংগঠনটি। এ লক্ষ্যে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। ওইদিন সীতাকুণ্ড জেলা পরিষদ অডিটোরিয়ামে এই নবীন বরণ অনুষ্ঠিত হবে।

সংগঠনটির সভাপতি ইকবাল মাহমুদের সভাপতিত্বে সারাদিনব্যাপী নানা কর্মসূচির মধ্যে দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হবে। এতে অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সংগঠনটির উপদেষ্টামণ্ডলী উপস্থিত থাকবেন। শনিবার বিকেল ৩টা থেকে আলোচনার সভার মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হবে। আলোচনা সভা  শেষে পরিবেশিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সংগঠনটির বর্তমান শিক্ষার্থীদের পরিবেশনায় নাচ, দেশাত্মবোধক গান, কবিতা আবৃত্তি, কৌতুক ইত্যাদি পরিবেশিত হবে। সন্ধ্যায় সভাপতির বক্তব্যের মধ্যে দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হবে।

এ বিষয়ে সংগঠনটির সভাপতি ইকবাল মাহমুদ বলেন, সীতাকুণ্ড ছাত্র সমিতি একটি অরাজনৈতিক সংগঠন। সীতাকুণ্ডে উচ্চ শিক্ষার প্রসার ও শিক্ষার মানোন্নয়নে আমরা কাজ করছি। সেই লক্ষ্যে প্রতিবছরের ন্যায় এবারো সীতাকুণ্ড ছাত্র সমিতি নবীন শিক্ষার্থীদের সংবর্ধনা ও বরণ নিতে যাচ্ছি। অনুষ্ঠানটি সফল ও সার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করছি।

 

 

 

 

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট