চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

শুল্ক কর্মকর্তার কাণ্ড!

অনলাইন ডেস্ক

২০ ফেব্রুয়ারি, ২০২০ | ৯:৩০ অপরাহ্ণ

পুরো পৃথিবী যখন করোনাভাইরাস আতঙ্কে, ঠিক তখনই সময় দেশের বৃহত্তম স্থলবন্দরে কর্মরত একজন কাস্টমস কর্মকর্তা দায়িত্বহীনতার পরিচয় দিয়েছেন। ওই কাস্টমস কর্মকর্তা আজ বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারি) সকালের দিকে তার নিজের অফিসিয়াল ফেসবুক পেইজে করোনাভাইরাসের ব্যাপারে একটি পোস্ট করে ভয়াবহ এক গুজব ছড়ান।

স্ট্যাটাসটি দেয়ার পরপরই তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। কূটনৈতিক সাংবাদিকদের সংগঠন ডিকাবের সভাপতি আঙ্গুর নাহার মন্টিসহ বেশকিছু বিশিষ্ট ব্যক্তি সেই পোস্টে সমালোচনামূলক কমেন্ট করেন।

একইসঙ্গে সেই পোস্টে অনেকেই কমেন্টে প্রশ্ন করেন, তিনি একজন দায়িত্বশীল সরকারি কর্মকর্তা হিসেবে কিভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এমনটি প্রচার করতে পারলেন।

আরেকজন লিখেছেন, একজন রোগীর পরিচয় প্রকাশ করা কোন ধরনের শিষ্টাচার ? আপনার মত এতো সিনিয়র এবং সচেতন কর্মকর্তা থেকে এইসব সস্থা পোস্ট কাম্য নয়!

একজন লিখেছেন, একজন সরকারি কর্মকর্তা কোনো নাগরিকের ছবি ও পাসপোর্টের ছবি প্রকাশ করে তার নাগরিক তথ্য সুরক্ষা অধিকার ক্ষুন্ন করেছেন। এমন অথর্ব কর্মকর্তা দিয়ে দেশ কিভাবে এগোবে!!!

পোস্টজুড়ে এমন প্রশ্ন আর সমালোচনার মুখে পড়ে অবশেষে ওই কাস্টমস কর্মকর্তা সেই পোস্ট তিনি পেইজ থেকে সরিয়ে ফেলেন।

পূর্বকোণ/আরপি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট