চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সনাক-টিআইবি : আন্তঃস্কুল দুর্নীতি বিরোধী নাটক প্রতিযোগিতা সম্পন্ন

২০ ফেব্রুয়ারি, ২০২০ | ৬:০০ পূর্বাহ্ণ

চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস হোসেন গতকাল বুধবার বলেছেন, দুর্নীতিমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠা করতে হলে আগামী প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে গড়ে তুলতে হবে। তিনি বলেন, তরুণ প্রজন্মকে দুর্নীতিমুক্তভাবে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছে। এজন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সততা স্টোর চালু করেছে। সেখান থেকে বাচ্চাদেরকে নৈতিকতার শিক্ষা দেয়া হচ্ছে। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী কোমলমতি শিক্ষার্থীদের সততার চর্চায় গড়ে তুলতে সম্প্রতি চট্টগ্রাম মহানগরে ১০টি বিআরটিসি বাস চালু করেছেন, সে বাসে ভাড়া আদায়ের জন্য কোন লোক রাখা হয়নি, শুধুমাত্র সেখানে সততা কাউন্টার নামে দু’টি বক্স বসানো হয়েছে, শিক্ষার্থীরা সে বক্সে নির্ধারিত ভাড়া প্রদান করছেন। এটাও নৈতিকতা শিক্ষার একটি সোপান। এর মাধ্যমে শিক্ষার্থীরা নিজেকে দুর্নীতিমুক্ত রাখার চর্চা করছে। এই চর্চা পরিবার এবং শিক্ষা প্রতিষ্ঠান দু’টি থেকেই শুরু করতে হবে। তিনি গত বুধবার দুর্নীতিবিরোধী আন্ত:স্কুল নাটক প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সকাল ন’টা হতে বেলা দু’টা পর্যন্ত নাটকের এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় মহানগরের মাধ্যমিক পর্যায়ে মোট নয়টি দল অংশগ্রহণ করে এবং প্রত্যেকটি দল নিজেদের রচনা ও নির্দেশনায় সমাজে এবং রাষ্ট্রে ঘটে যাওয়া বাস্তব ঘটনার উপর ভিত্তি করে তাদের নাটক মঞ্চস্থ করে। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী মোট ন’টি দলের মধ্যে প্রথম স্থান অধিকার করেন বাংলাদেশ মহিলা সমিতি বালিকা উচ্চ বিদ্যালয়, ২য় স্থান অধিকার করেন হাজী মুহাম্মদ মহসিন সরকারী উচ্চ বিদ্যালয় এবং ৩য় স্থান অধিকার করেন চট্টগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। সনাক সভাপতি অ্যাডভোকেট আখতার কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ইস্ট- ডেল্টা বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর মুহম্মদ সিকান্দার খান। মুজাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরনী অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সনাক সদস্য রওশন আরা চৌধুরী এবং নাট্য ব্যক্তিত্ব শুভ্রা বিশ^াস। নাটক প্রতিযোগিতা উদ্বোধন করেন সনাক সভাপতি এডভোকেট আখতার কবির চৌধুরী। ইয়েস সদস্য জেবুন নাহার শারমিনের সঞ্চালনায় প্রতিযোগিতার উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন সনাক সদস্য প্রকৌশলী মো. দেলোয়ার হোসেন মজুমদার, রওশন আরা চৌধুরী ও ইয়েস সদস্য তানজিমা ফতেমা ইকরা। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট