চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

২৪ ফেব্রুয়ারি খুলছে আইআইইউসি ১০ শিক্ষার্থীকে স্থায়ী ও বিভিন্নœ মেয়াদে বহিষ্কার

২০ ফেব্রুয়ারি, ২০২০ | ৫:৩৯ পূর্বাহ্ণ

আগামী ২৪ ফেব্রুয়ারি আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) খুলছে। সম্প্রতি সংঘটিত ঘটনায় দোষী ২ শিক্ষার্থীকে স্থায়ীভাবে বহিষ্কার এবং ৮ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে। গতকাল বুধবার অনুষ্ঠিত এক জরুরি সিন্ডিকেট সভায় এসব সিদ্ধান্ত গৃহীত হয়। সম্প্রতি বিশ^বিদ্যালয়ে সংঘটিত র‌্যাগিং, শিক্ষক লাঞ্ছনা, ছাত্র নির্যাতন, বিশ^বিদ্যালয়ের নিয়ম বহির্ভূত কার্যক্রমসহ কিছু শৃঙ্খলাভঙ্গ জনিত ঘটনার পরিপ্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদন এবং বিশ^বিদ্যালয়ের শৃঙ্খলা কমিটির সুপারিশ বিশ^বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরের সভাপতিত্বে গতকাল জরুরি সিন্ডিকেট সভায় পেশ করা হয়। সিন্ডিকেট তদন্ত প্রতিবেদনের সুপারিশসমূহ বিশদ পর্যালোচনার পর সর্বসম্মতিক্রমে দোষী সাব্যস্ত ১০ ছাত্রকে বিভিন্ন মেয়াদের শাস্তিসমূহ প্রদান করে। জরুরি সিন্ডিকেট সভায় উচো অং মারমা (আইডি

নং এলএম১৮৩১২২) ও মো. অনিক ইসলামকে (আইডি নং ইটি১৮৩০৮০) স্থায়ী বহিষ্কার, মো. মশিউর রহমান (আইডি নং ইটি১৮৩০৫৭) ও ওমর ফারুক তুহিনকে (আইডি নং ইটি১৮৩০৭২) ২ বছরের জন্য, হাসান হাবীব মুরাদ (আইডি নং এলএম১৮৩১২৩), রবিউল হোসেন রনি (আইডি নং ইবি১৪১০০৮) ও মো. শফিউল আলমকে (এমবিএ)- আর ১৯৩১৪৭) ১ বছরের জন্য এবং এফজাজুল হক অমি (আইডি নং সি১৬৩০২৪), আবদুল্লাহ আল তাশরীফ (আইডি নং ইটি১৬৩০৩৩) ও আবদুল্লাহ আল নাঈমকে (আইডি ইটি ১৬৩০২৮) ১ সেমিস্টারের জন্য বহিষ্কারের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ ছাড়াও আগামী ২৪ ফেব্রুয়ারি ২০২০ বিশ^বিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রম শুরু হবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়। ছাত্র-ছাত্রীদেরকে ক্যাম্পাসে সার্বক্ষণিক পরিচয় পত্র (আইডি কার্ড) বহন ও প্রদর্শনের নির্দেশনাও দেয়া হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট