চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

নকশা বহির্ভূত ভবন নির্মাণ

আসকার দিঘি পাড় ও শুলকবহরে সাড়ে ৫ লাখ টাকা জরিমানা সিডিএ’র

নিজস্ব প্রতিবেদক

২০ ফেব্রুয়ারি, ২০২০ | ৫:৩৯ পূর্বাহ্ণ

নকশা বহির্ভূত ভবন নির্মাণের দায়ে নগরীর আসকার দিঘির পাড় ও শুলকবহর এলাকায় সাড়ে ৫ লাখ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) বিশেষ আদালত। আসকার দিঘির পাড় এলাকায় নকশা বহির্ভূত ভবন নির্মাণ করায় অভয় কুমার বড়–য়াকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। একই অপরাধে শুলকবহর এলাকায় আব্দুল গণি, বদিউল আলম, বিবি হাজেরা, মনোয়ারা বেগম ও শাহাদাৎ হোসাইন প্রত্যেককে ৫০ হাজার টাকা করে মোট ২ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

করা হয়। গতকাল বুধবার সিডিএ’র বিশেষ আদালতের বিচারক মো. সাইফুল আলম চৌধুরী এ আদেশ দেন।

সিডিএ’র আদালত সূত্র জানায়, আসকার দিঘির পাড় এলাকার অভয় কুমার বড়–য়াকে ৩ লাখ টাকা এবং শুলকবহর এলাকার আব্দুল গণি, বদিউল আলম, বিবি হাজেরা, মনোয়ারা বেগম ও শাহাদাৎ হোসাইনকে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। ৩০ দিনের মধ্যে নকশা বহির্ভূত ভবনের বাকি অংশ অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া, সাড়ে ৫ লাখ টাকা জরিমানার মধ্যে সাড়ে ৪ লাখ টাকা আদায় করা হয়েছে। বাকি ১ লাখ টাকা জমা দেওয়ার জন্য মনোয়ারা বেগম এবং শাহাদাৎ হোসাইন সময় নিয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট