চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেটের আধুনিকায়ন কাজ দেখতে গেলেন সিটি মেয়র

২০ ফেব্রুয়ারি, ২০২০ | ১:৩১ পূর্বাহ্ণ

গতকাল বুধবার আগ্রাবাদস্থ সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেটের আধুনিকায়ন কাজ সরেজমিনে দেখতে গেলেন চসিক মেয়র আ জ ম নাছির উদ্দীন। সিটি মেয়র মার্কেটের ১ম তলা থেকে ৫ম তলায় পর্যন্ত পাঁয়ে হেটে চলমান কাজ প্রত্যক্ষ করেন। তিনি আসন্ন রমজান এর আগে মার্কেটের ব্যবসায়ী ও ক্রেতা সাধারণের সুবিধার্থে আধুনিকায়নের কাজ দ্রুততার সঙ্গে শেষ করার জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানসহ সংশ্লিষ্টদেরকে দিক নির্দেশনা দেন। তাই চট্টগ্রাম সিটি কর্পোরেশন,ত্রি-মাত্রিক প্রতিষ্ঠান সহ মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মধ্যে শীঘ্রই বৈঠক আয়োজনের উপর গুরুত্বারোপ করেন মেয়র। ২৫ কোটি টাকা ব্যয়ে এ মার্কেটে আধুনিকায়ন ও সৌন্দর্যবর্ধনের কাজ চলছে। এই কাজের মধ্যে প্রথমতলা থেকে পঞ্চম তলা পর্যন্ত শীততাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা, পঞ্চম তলায় অত্যাধুনিক ফুড কোড, সিনেপ্লেক্স কিডস কর্ণার এবং মার্কেটে নতুন স্কেভেটার লিফট স্থাপনসহ বিভিন্ন কাজ চলমান রয়েছে। পরিদর্শন কালে সিঙ্গাপুর ব্যাংকক মার্কেট দোকান মালিক ব্যবসায়ী সমিতির সিনিয়র সহ সভাপতি মো. আলী নেওয়াজ চৌধুরী, সহ সভাপতি মো. নুর আলম, সাধারণ সম্পাদক মোহাম্মদ নাজিম উদ্দিন,সহ সাধারণ সম্পাদক মো. আইয়ুব, সাংগঠনিক সম্পাদক সালাউদ্দিন আরিফ, অর্থ সম্পাদক মো. পারভেজ, প্রচার সম্পাদক মো. ইউসুফ আলী, দপ্তর সম্পাদক মো. খোরশেদুল আলম, ধর্ম সম্পাদক মো. বশির, সাবেক সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম, সদস্য আবদুল্লাহ আল মামুন, মো. সালাউদ্দিন ও সাবেক কমিটির আনিস সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট