চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

এডভোকেট ক্লার্ক এ্যাক্ট পাসের দাবি

বাংলাদেশ ক্লার্ক এসোসিয়েশন চট্টগ্রাম বিভাগীয় সংগ্রাম কমিটির মানববন্ধন

১৯ ফেব্রুয়ারি, ২০২০ | ৪:৩৮ পূর্বাহ্ণ

এডভোকেট ক্লার্ক এ্যাক্ট (ল ক্লার্ক এ্যাক্ট) পাসের দাবিতে বাংলাদেশ এডভোকেট ক্লার্ক চট্টগ্রাম বিভাগীয় সংগ্রাম কমিটির উদ্যোগে গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) চট্টগ্রাম আদালত ভবনের সামনে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিল শেষে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। এসোসিয়েশনের বিভাগীয় সংগ্রাম কমিটির আহবায়ক মো. ছালামত খানের সভাপতিত্বে ও সদস্য সচিব বিমল চন্দ্র নাথের সঞ্চালনায় সামবেশে বক্তব্য রাখেন এসোসিয়েশনের চট্টগ্রামের আহবায়ক আবু বক্কর ছিদ্দিকী, সদস্য সচিব জাহাঙ্গীর আলম, সংগ্রাম কমিটির সদস্য মো. এনামুল হক চৌধুরী, আবুল কালাম চৌধুরী, হুমায়ুন কবির তালুকদার, শেখ মো. ফরিদ, রণধীর দাশ, অভিজিৎ রায় পুলক, খোরশেদ আলম, জেলা এডভোকেট ক্লার্ক এসোসিয়েশনের সভাপতি মোহাম্মদ নুরুল আবছার, সাধারণ সম্পাদক তাপস কুমার ধর, কুমিল্লা জেলা এডভোকেট ক্লার্ক এসোসিয়েশনের মো. জাহাঙ্গীর হোসেন, মো. এমদাদ হোসেন প্রমুখ। সমাবেশে বক্তারা বলেন, বাংলাদেশের ৭৯টি অনুমোদিত বার সমিতির অধীনে কর্মরত ক্লার্কগণ দেশের গুরুত্বপূর্ণ পেশাজীবী জনগোষ্ঠীর অংশ হিসেবে আমরা আদালত অঙ্গণে পেশাগত দায়িত্ব সুশৃঙ্খলভাবে পালনের জন্য স্বতন্ত্র আইন পাসের দাবিতে ১৯৮৬ সাল থেকে আন্দোলন করে আসছি। এব্যাপারে আইনমন্ত্রী, প্রতিমন্ত্রী বিভিন্ন সময় আশ্বাস দিয়ে আসছেন। সরকারে আইন কমিশনের মাধ্যমে উপরোক্ত আইনের খসড়া পাস চূড়ান্ত করলেও দুঃখের বিষয় আইনটি এখনো মহান জাতীয় সংসদে উত্থাপন হচ্ছে না। এই আইনটি পাশে আমরা ক্লার্করা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিক সহানুভূতি কামনা করছি।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট