চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী বিজিসি ট্রাস্টের উদযাপন পরিষদ গঠিত

১৯ ফেব্রুয়ারি, ২০২০ | ৪:৩৮ পূর্বাহ্ণ

জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটির উদযাপন পরিষদ গঠিত হয়েছে।
এ উপলক্ষে উদযাপন পরিষদের বিভিন্ন উপ-কমিটির আহ্বায়ক ও সদস্য সচিবদের নিয়ে আয়োজক কমিটির এক প্র¯ুÍতি সভা গত ১৭ ফেব্রুয়ারি বিজিসি ট্রাস্ট কনফারেন্স হলে অনুষ্ঠিত হয়েছে। উদযাপন পরিষদের আহ্বায়ক ইউনিভার্সিটির রেজিস্ট্রার এ.এফ.এম আখতারুজ্জামান কায়সারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন এ.এফ.এম মোদাচ্ছের আলী, অশোক কুমার দাশ, সহযোগী অধ্যাপক ডা. সৈয়দ সাইফুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. মো. নাছির উদ্দিন, ডেপুটি রেজিস্ট্রার সালাহউদ্দিন শাহরিয়ার, সহযোগী অধ্যাপক ড. মো. সরওয়ার উদ্দীন, খালেদ বিন চৌধুরী, ডা. এলভিন সাহা, সৌমেন চক্রবর্তী, ডা. পিকে মজুমদার, সহকারী অধ্যাপক মিতা মজুমদার, আবদুল হান্নান, জিয়া উদ্দিন, মাইকেল দত্ত, সহকারী রেজিস্ট্রার অজয় মজুমদার, সহকারী অধ্যাপক আবুল হোসেন, আজিজুল হক ভূঁইয়া, হাবিবুর রহমান, সুকান্ত বড়–য়া প্রমুখ।

এতে ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার আফছার উদ্দিন আহমদকে প্রধান পৃষ্ঠপোষক, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ব্যারিস্টার ইমতিয়াজ উদ্দীন আহমদ আসিফ, আফরিন আহমদ হাসনাইন, ব্যারিস্টার ইশতিয়াক উদ্দীন আহমদ আশিককে পৃষ্ঠপোষক, উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা, এস.এম তারেক, বিজিসি একাডেমির (স্কুল এন্ড কলেজ) অধ্যক্ষ প্রফেসর আখতারুল আলম চৌধুরী, বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক অধ্যক্ষ ফেরদৌস আরাকে উপদেষ্টা করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন পরিষদ গঠন করা হয়েছে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট