চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ড. শিরীণ আখতার সকাশে গবেষক শাহনেওয়াজ চৌধুরী

১৯ ফেব্রুয়ারি, ২০২০ | ৪:৩৮ পূর্বাহ্ণ

সামুদ্রিক ক্ষুদ্র জীব ঝিনুকের সাহায্যে উপকূল রক্ষাবাঁধের ভাঙ্গনরোধে সফল গবেষক দলের সদস্য চট্টগ্রাম বিশ^বিদ্যালয় ইনস্টিটিউট অব মেরিন সায়েন্সেস এর সহকারী অধ্যাপক মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরী সস্প্রতি নেদারল্যান্ডের ওয়াহেলিনগেন বিশ^বিদ্যালয় থেকে পিএইচডি সম্পন্ন করেছেন। গত ১৭ ফেব্রুয়ারি চবির উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতারের সাথে তিনি উপাচার্যের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন এবং তাঁর গবেষণার বিষয়ে উপাচার্যকে অবহিত করেন।

উপাচার্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে সফল গবেষণা পরিচালনার জন্য এবং পিএইচডি ডিগ্রি অর্জন করায় মোহাম্মদ শাহনেওয়াজ চৌধুরীকে ধন্যবাদ ও অভিনন্দন জানান।

তিনি বলেন, সমুদ্র উপকূলবর্তী এলাকায় বসবাসরত মানুষদের উপকূলের ভাঙনের মতো দুর্যোগের মুখোমুখি হতে হয়। ফলে বাস্তুচ্যুত হয় হাজার হাজার মানুষ এবং উদ্ভুত নানা অর্থনৈতিক সংকটের কারণে নেমে আসে মানবিক বিপর্যয়। তিনি বলেন, এই ঝিনুকের প্রাচীর প্রতিনিয়ত দুর্ভাগ্যকে সঙ্গী করে বেঁচে থাকা উপকূলীয় জনগোষ্ঠীর জন্য বয়ে আনবে সমৃদ্ধি ও অগ্রগতির নতুন দিন।
উপাচার্য গবেষককে ভবিষ্যতেও তার গবেষণা কর্ম অব্যাহত রাখার আহ্বান জানান।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট