চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

১৯ ফেব্রুয়ারি, ২০২০ | ৪:৩৩ পূর্বাহ্ণ

দৈনিক পূর্বকোণ’র গত ১৫ ফেব্রুয়ারি ৫ম পৃষ্ঠার ১ম ও ২য় কলামে প্রকাশিত ‘ঘটনাস্থলে ওয়াকফ এস্টেটের তদন্ত দল / রাউজানে পাকা মসজিদ নির্মাণ নিয়ে বিরোধ দুইপক্ষে’ শিরোনামের সংবাদটির প্রতিবাদ জানিয়েছেন রাউজান কদলপুর রায়হানুল মুনীর জামে মসজিদ ওয়াকফ এস্টেটের মোতোয়াল্লি মৌলানা মোহাম্মদ নুরুন্নবী। প্রতিবাদলিপিতে তিনি উল্লেখ করেন, সংবাদে প্রকাশিত বিষয়সমূহ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের রিট পিটিশন নং ১৪৮৯১ (বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ)-এ বিচারাধীন সাবজুডিস ম্যাটার। বিদ্যমান মামলায় গত ১২ ফেব্রুয়ারি প্রতিপক্ষের বিরুদ্ধে চার সপ্তাহের রুলনিশি জারি করা হয়। উক্ত মামলায় ওয়াকফ প্রশাসক, ওয়াকফ পরিদর্শক, সহকারী কমিশনার (ভূমি) রাউজানসহ ৭ জন বিবাদি/প্রতিপক্ষ হওয়ায় উচ্চ আদালতের অনুমতি/নির্দেশ ব্যতিরেকে এই ধরনের একতরফা তদন্ত/পরিদর্শন সম্পূর্ণ বেআইনি ও হয়রানিমূলক। প্রকাশিত সংবাদের বক্তব্যসমূহ আপত্তিকর, মিথ্যা মানহানিকর ও সত্যের অপলাপ বলে দাবি করেন মৌলানা মোহাম্মদ নুরুন্নবী।
প্রতিবেদকের বক্তব্য: তদন্ত দল পরিদর্শনে আসার সংবাদ প্রকাশিত হয়। তদন্তকালে বাদি-বিবাদি উভয়পক্ষের স্বাক্ষর গ্রহণ করেন তদন্ত কর্মকর্তা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট