চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

একুশে পদকের জন্য মনোনয়ন সুফি মিজানকে সিআইইউ উপাচার্যের অভিনন্দন

১৯ ফেব্রুয়ারি, ২০২০ | ৪:১১ পূর্বাহ্ণ

সমাজ সেবায় অবদানের স্বীকৃতি হিসেবে একুশে পদকের জন্য মনোনীত হওয়া চট্টগ্রামের সফল শিল্প উদ্যোক্তা ও পিএইচপি পরিবারের চেয়ারম্যান সুফি মোহাম্মদ মিজানুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির (সিআইইউর) উপাচার্য ড. মাহফুজুল হক চৌধুরী। সম্প্রতি নগরের খুলশীর পিএইচপি কার্যালয়ে প্রতিষ্ঠানটির চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান তিনি। এই সময় দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সুফি মিজানুর রহমান সিআইইউর উপাচার্যের আন্তরিকতায় কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে চট্টগ্রামের উচ্চশিক্ষাকে আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে দিতে সিআইইউর পাশে থাকার কথা তুলে ধরেন। তিনি বলেন, অক্লান্ত পরিশ্রম, সততা আর নিষ্ঠার সঙ্গে সারাজীবন দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। আমি দেশকে ভালোবাসি। এই দেশের মানুষের সুখে-দু:খে পাশে থেকে সবসময় কাজ করে যেতে চাই। প্রসঙ্গত সরকার বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ দেশের ২০ জন বিশিষ্ট নাগরিক ও একটি প্রতিষ্ঠানকে ২০২০ সালের একুশে পদক প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করেছে। সুফি মোহাম্মদ মিজানুর রহমান সমাজ সেবায় অবদানের জন্য এবার এই পদকে মনোনীত হয়েছেন। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট