চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

মেয়র পদে বিএনপির ৫ জনের মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক

১৯ ফেব্রুয়ারি, ২০২০ | ৩:৩৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে দলীয় প্রার্থী বাছাই করতে মনোনয়নপত্র বিতরণ শুরু করেছে বিএনপি। ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় শুরু করার পর গতকাল মঙ্গলবার প্রথমদিন ৫ জন দলীয় মনোনয়ন সংগ্রহ করেছেন। বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, ‘মনোয়নপত্র বিতরণের প্রথমদিন মঙ্গলবার পাঁচ জন মনোনয়ন সংগ্রহ করেছেন। বুধবারও মনোনয়নপত্র বিতরণ করা হবে। আগ্রহীদের মনোনয়ন ফরম যাছাই-বাছাইয়ের পর স্থায়ী কমিটির মিটিংয়ে একজনকে দলীয় মনোনয়ন দেওয়া হবে।’ মঙ্গলবার দলীয় মনোনয়ন ফরম নিয়েছেন নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন, সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর, সহ-সভাপতি নিয়াজ মোহাম্মদ খান, সহ-সভাপতি সৈয়দ আজম উদ্দিন ও নগর বিএনপির

সাবেক যুগ্ম সম্পাদক এরশাদ উল্লাহ। এদিকে মেয়র পদের পাশাপাশি কাউন্সিলর পদেও দলীয় ফরম বিতরণ শুরু করবে মহানগর বিএনপি। নগর বিএনপির সহ-দফতর সম্পাদক ইদ্রিস আলী বলেন, ‘বুধবার থেকে কাউন্সিলর পদে দলীয় মনোনয়ন বিতরণ শুরু হবে। তা চলবে বৃহস্পতিবার পর্যন্ত। আগ্রহীরা নগর বিএনপির দলীয় কার্যালয় নাসিমন ভবন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা করতে পারবেন।’

তিনি আরও জানান, ‘কাউন্সিলর পদের মনোনয়ন চট্টগ্রামের নেতারা বসে ঠিক করবেন। যারা নির্বাচন করতে আগ্রহী তাদের জমা দেওয়া মনোনয়ন ফরম যাছাই-বাছাই করে নেতারা দলীয় প্রার্থী চূড়ান্ত করবেন।’

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট