চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

কাউন্সিলর পদে ১৪ জনের মনোনয়নপত্র সংগ্রহ

নিজস্ব প্রতিবেদক

১৯ ফেব্রুয়ারি, ২০২০ | ৩:৩৯ পূর্বাহ্ণ

সিটি কর্পোরেশন নির্বাচনে গতকাল মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৪ জন। তবে মেয়র ও সংরক্ষিত কাউন্সিলর পদে কোনো প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেননি। রিটার্নিং অফিসার মুহাম্মদ হাসানুজ্জামান জানান, মনোনয়নপত্র সংগ্রহ শুরু করেছেন প্রার্থীরা। গতকাল ১৪টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে।

নির্বাচন কার্যালয় সূত্র জানায়, ওয়ার্ডপ্রতি ৫শ টাকার ট্রেজারি চালানের মাধ্যমে সিডি ও মনোনয়ন সংগ্রহ করতে হবে। সেই হিসাবে মেয়র পদে সিডির মূল্য (৪১ ওয়ার্ড) ২০ হাজার ৫শ টাকা, সংরক্ষিত মহিলা ওয়ার্ড (তিন ওয়ার্ড) ১৫শ টাকা। রিটার্নিং কার্যালয় জানায়, ৭নং পশ্চিম ষোলশহর ওয়ার্ডে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন মোহাম্মদ আলী সাকি, মুহাম্মদ ইসকান্দর মির্জা। ৯ নং উত্তর পাহাড়তলী ওয়ার্ডে সংগ্রহ করেছেন নজরুল ইসলাম চৌধুরী। ১১ নং উত্তর কাট্টলি ওয়ার্ডে সংগ্রহ করেছেন নজরুল ইসলাম, মো. মইনুল হক। ১২ নং সরাইপাড়া ওয়ার্ডে সংগ্রহ করেছেন শামসুল আলম। ১৯ নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ডে সংগ্রহ করেছেন এস এম দিদারুল আলম ও বর্তমান কাউন্সিলর মো. এয়াছিন চৌধুরী (আছু)। ২৬ নং উত্তর হালিশহর ওয়ার্ডে সংগ্রহ করেছেন আবদুল আজিজ। ২৮ নং পাঠানটুলি ওয়ার্ডে সংগ্রহ করেছেন মো. শফিকুল আলম (মুন্না)। ৩৩ নং ফিরিঙ্গীবাজার ওয়ার্ডে সংগ্রহ করেছেন মইউদ্দিন আহমদ চৌধুরী, ৩৪ নং পাথারঘাটা ওয়ার্ডে সংগ্রহ করেছেন অনুপ বিশ্বাস। ৪১ নং দক্ষিণ পতেঙ্গা সংগ্রহ করেছেন ওয়ার্ডে মো. ফজল করিম ও মো. মঞ্জুর আলম। প্রসঙ্গত, ১৬ ফেব্রুয়ারি চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র

দাখিলের শেষদিন ২৭ ফেব্রুয়ারি, মনোনয়নপত্র যাচাই-বাছাই ১ মার্চ, প্রার্থিতা প্রত্যাহার ৮ মার্চ, প্রতীক বরাদ্দ ৯ মার্চ ও ভোটগ্রহণ ২৯ মার্চ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট