চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

রিভলভার, শুটার গান ও গুলি উদ্ধার

ফটিকছড়িতে র‌্যাবের অভিযানে ৩ অস্ত্র ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব সংবাদদাতা হ নাজিরহাট

১৯ ফেব্রুয়ারি, ২০২০ | ৩:৩৯ পূর্বাহ্ণ

ফটিকছড়িতে র‌্যাব-৭’র সফল অভিযান পরিচালিত হয়েছে। এতে তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলো- উত্তর রোসাংগিরী কাবিলার বাড়ির মৃত আবদুস শুক্কুরের ছেলে মো. জাফর প্রকাশ ট্যাক্সি জাফর (৪০), খিরাম প্রেমপুর কাশেম বাপের বাড়ির মোহাম্মদ আলমের ছেলে মো. লোকমান (৩৬) ও উত্তর রোসাংগিরী ফরিদ মাস্টারের বাড়ির মো. ইউনুসের ছেলে মো. মোজাহার (৩৪)। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একটি বিদেশি রিভলভার, একটি ওয়ান শুটার গান ও ৮ রাউন্ড গুলি উদ্ধার করে র‌্যাব। গত ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার উত্তর রোসাংগিরী এলাকার ফারুক চেয়ারম্যান ঘাটায় এ অভিযান চালানো হয়। র‌্যাব-৭ এর এ এস পি কাজী মো. তারেক আজিজ জানান, উত্তর রোসাংগিরী এলাকায় অস্ত্র বেচা- কেনা হচ্ছে এই ধরনের গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসামিদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের ফটিকছড়ি থানায় সোপর্দ করা হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট