চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কচুয়াই রক্ষাকালী মন্দিরে ধর্মসভা

১৮ ফেব্রুয়ারি, ২০২০ | ৭:৩১ পূর্বাহ্ণ

পটিয়ার পশ্চিম কচুয়াই গ্রামে রক্ষাকালী বিগ্রহ মন্দিরে মায়ের বাৎসরিক উৎসব উপলক্ষে মহতী ধর্মসভা ও তারকব্রহ্ম মহানামযজ্ঞ অনুষ্ঠিত হয় গত ১৩ ও ১৪ ফেব্রুয়ারি।

ধর্মসভার প্রথমদিনে সঞ্জয় চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধক ছিলেন দীপক চেীধুরী। মঙ্গলপ্রদীপ প্রজ্জ্বলন করেন চক্রশালা লোকনাথ সেবাশ্রমের অধ্যক্ষ রননাথ ব্রহ্মচারী। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাকতাই খাতুনগঞ্জ লোকনাথ ধামের সভাপতি অজয় কৃষ্ণ দাশ মজুমদার। প্রধান ধর্মীয় বক্তা ছিলেন স্বদেশ চক্রবর্ত্তী। প্রধান ধর্মীয় আলোচক ছিলেন অজয় দে ও ধর্মীয় আলোচক ছিলেন রূপম চক্রবর্ত্তী। বিশেষ অতিথি ছিলেন ১৬ নং কচুয়াই ইউনিয়নের চেয়ারম্যান এসএম ইনজামুল হক, নগরীর জামালখান ওয়ার্ডের কাউন্সিলর শৈবাল দাশ সুমন, সাতকানিয়া সরকারি কলেজের অধ্যাপক প্রিয়তোষ চৌধুরী। গত ১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠান পরিদর্শন সামশুল হক এমপি। মহানামযজ্ঞে মহানামাঞ্জলি অর্পণ করেন যশোরের গৌরাঙ্গ সম্প্রদায়, নেত্রকোণার জয় রাজনন্দীনি সম্প্রদায়, সিলেটের রামকানাই সম্প্রদায় এবং চট্টগ্রামের স্বামী চিন্তাহারী সম্প্রদায়। দুপুরে ও রাতে আগত ভক্তদের মহাপ্রসাদ বিতরণ করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট