চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

ভোগান্তিতে এসএসসি/দাখিল পরীক্ষার্থীরা

প্রশাসনের নির্দেশ অমান্য করে এনজিওর গাড়ি চলাচল

নিজস্ব সংবাদদাতা, উখিয়া

১৮ ফেব্রুয়ারি, ২০২০ | ৭:৩১ পূর্বাহ্ণ

এসএসসি ও দাখিল পরীক্ষা চলাকালীন সকাল ৮টার আগে ও ১০টার পরে এনজিওর গাড়ি চলাচলে সময় নির্ধারণ করে দিয়েছি উখিয়া উপজেলা প্রশাসন। কিন্তু প্রশাসনের নির্দেশ অমান্য করে চলছে বিভিন্ন এনজিওর গাড়ি।
বিপুল সংখ্যক গাড়ি চলাচলে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। যার ফলে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে পরীক্ষার্থীদের। যার ফলে তীব্র যানজটে গুরুত্বপূর্ণ সময় নষ্ট হচ্ছে পরীক্ষার্থীদের। ঠিক সময়ে কেন্দ্রে পৌঁছতে পারছেন না তারা। ফলে মানসিক হতাশায় ভুগছে পরীক্ষার্থীরা। চার ইউনিয়নের সংযোগস্থল কোটবাজার সরেজমিনে দেখা যায়, নির্ধারণ করে দেওয়া সময়সূচি না মেনে অব্যাহত রয়েছে এনজিওর গাড়ি চলাচল। যার ফলে চার ইউনিয়ন থেকে আগত পরীক্ষার্থীরা তীব্র যানজটে গুরুত্বপূর্ণ সময় অতিবাহিত করছে। যার ফলে উদ্বেগ প্রকাশ করছেন অভিভাবকবৃন্দরা। উপজেলা প্রশাসনের নির্ধারণ করে দেওয়া সময়সূচি অমান্যকারী এনজিও সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান পরীক্ষার্থীরা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট