চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

কুতুবদিয়ায় হযরত মালেক শাহর দু’দিনব্যাপী বার্ষিক ওরশ শুরু আজ

নিজস্ব সংবাদদাতা, কুতুবদিয়া

১৮ ফেব্রুয়ারি, ২০২০ | ১:৪৪ পূর্বাহ্ণ

হযরত শাহ আবদুল মালেক আল-কুতুবী মুহিউদ্দিন আ’জমী (রাহ.)’র ২ দিনব্যাপী ২০তম বার্ষিক ফাতেহা-ওরশ আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) থেকে শুরু হবে। কুতুব শরীফ দরবারে অনুষ্ঠিতব্য ওরশের প্রধান দিবস ও আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে আগামীকাল বুধবার ১৯ (ফেব্রুয়ারি)। এতে আগত দেশ-বিদেশের লাখ-লাখ ভক্ত-অনুরক্তদের থাকা, ওয়াজ-নসিহত শ্রবণ, এবাদত-বন্দেগী, জিকির-আযকার, শান্তি-শৃঙ্খলা, মাজার জেয়ারত, তবারুক বিতরণ, আসা-যাওয়াসহ গুরুত্বপূর্ণ বিষয়ের বিশেষ ব্যবস্থার যাবতীয় প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে বলে নিশ্চিত করেন দরবার পরিচালক শাহ্জাদা আলহাজ শেখ ফরিদ আল-কুতুবী। চট্টগ্রাম সদরঘাট টার্মিনাল হতে বিআইডব্লিউটিসির একটি বিশেষ সী-ট্রাক সার্ভিস ১৯ ফেব্রুয়ারি সকাল ৯টায় কুতুব শরীফ দরবারের উদ্দেশ্যে ছেড়ে আসবে এবং পরদিন ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল ৭টায় ওই সী-ট্রাক দরবারঘাট হতে চট্টগ্রাম সদরঘাট টার্মিনালের উদ্দেশ্যে ছেড়ে যাবে বলে নিশ্চিত করেন এন্তেজামিয়া কমিটির সভাপতি মুহাম্মদ আজিজুল কদর, মহাসচিব মুহাম্মদ শরীফ ও যুগ্ম মহাসচিব মুহাম্মদ মাহফুজুর রহমান খান।
এ উপলক্ষে বিভিন্ন কর্মসূচির মধ্যে সকাল ৭টায় খতমে কুরআন, মিলাদ, কিয়াম, জিকির, বিশেষ মোনাজাত, সকাল ৮টা থেকে দিনব্যাপী ইসলামিক সাংস্কৃতিক প্রতিযোগিতা চলবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট