চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

দৃষ্টির নোবেল বিজ্ঞান বক্তৃতা

১৮ ফেব্রুয়ারি, ২০২০ | ১:৩৭ পূর্বাহ্ণ

চিকিৎসা ও দেহতত্ত্বে নোবেল পুরস্কার ২০১৯-২০২০ উদযাপন উপলক্ষে গতকাল সোমবার জেলা শিল্পকলা একাডেমি সেমিনার হলে দৃষ্টি চট্টগ্রামের আয়োজন অনুষ্ঠিত হয় নোবেল বিজ্ঞান বক্তৃতা। চট্টগ্রামের প্রথমবারের এ আয়োজনে সহযোগিতায় ছিলেন ডিজিজ বায়োলজি এন্ড মলিকুলার এপিডেমিওলজি রিসার্চ গ্রুপ, চিটাগাং ইউনিভার্সিটি রিসার্চ এন্ড হায়ার স্টাডি সোসাইটি, নেটওয়ার্ক অফ ইয়ং বায়োটেকনজিস্ট বাংলাদেশ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও ইউএসটিসি চ্যাপ্টার এবং জিনোমেক্স রিসার্চ গ্রুপ সিভাসু। নেক্্রজেন ইনফরমেটিক্স এর পৃষ্টপোষকতায় আয়োজিত এই আয়োজনে মূল বক্তা ছিলেন নন্দিত উপস্থাপক, চিকিৎসক ও জনস্বাস্থ্য গবেষক ডা. আবদুন নূর তুষার। প্যানেল আলোচক ছিলেন চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিমেল সাইন্স বিশ্ববিদ্যালয়ের প্যাথলজি ও প্যারাসাইটোলজি বিভাগ শিক্ষক অধ্যাপক জুনায়েদ সিদ্দিকী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক ড. মো. রফিকুল ইসলাম । পুরো আয়োজনটি পরিচালনা করেন দৃষ্টি চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়োটেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. আদনান মান্নান। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন দৃষ্টি চট্টগ্রামের সভাপতি মাসুদ বকুল, সিনিয়র সহ সভাপতি সাইফ চৌধুরী, সহ সভাপতি শহিদুল ইসলাম, সাধারন সম্পাদক সাবের শাহ ও যুগ্ম সম্পাদক সাইফুদ্দিন মুন্না।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট