চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

কক্সবাজারে ৩৫টি পয়েন্টে ওয়াইফাই জোন উদ্বোধন

নিজস্ব সংবাদদাতা, কক্সবাজার

১৭ ফেব্রুয়ারি, ২০২০ | ৬:৩৩ পূর্বাহ্ণ

পর্যটননগরী কক্সবাজারের ৩৫টি পয়েন্টে ৭৪টি ওয়াইফাই রাউটারে ৭ হাজার ৪শ ব্যক্তি একসাথে ইন্টারনেট সেবা গ্রহণ করতে পারবে এবং প্রত্যেক রাউটারে ৩০ মিটার এলাকাজুড়ে ইন্টারনেট এক্সেস পাওয়া যাবে বলে জানিয়েছেন তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি।

কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) আয়োজিত ফ্রি ওয়াইফাই জোন উদ্বোধনী অনুষ্ঠানে ১৫ ফেব্রুয়ারি দুপুরে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। মন্ত্রী বলেন, কক্সবাজারের ২ হাজার ৮২৭ বর্গমিটার এলাকাকে ফ্রি ইন্টারনেটের আওতায় আনা হয়েছে। প্রতিদিন ৫ হাজার পর্যটক সর্বাধুনিক এ উচ্চগতির ফ্রি ইন্টারনেট সেবা গ্রহণ করতে পারবে। এই প্রকল্প বাস্তবায়ন করতে সরকারের ব্যয় হয়েছে ১ কোটি ৪০ লাখ টাকা। তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব পার্থ প্রতীম দাশের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কক্সবাজার সদর-রামু আসনে সাংসদ সাইমুম সরওয়ার কমল, চকরিয়া পেকুয়ার আসনের সাংসদ জাফর আহম্মেদ, মহেশখালী-কুতুবদিয়া আসনের সাংসদ আশেক উল্লাহ, কক্সবাজার উন্নয়ন কর্তৃক্ষের চেয়ারম্যান ফোরকান আহমেদ, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ইকবাল হোসাইন ও জেলা আ.লীগ সভাপতি এডভোকেট সিরাজুল ইসলাম।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট