চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

হালদাভ্যালি চা বাগানে শ্রমিকদের মিলনমেলা

নিজস্ব সংবাদদাতা, রামগড়

১৭ ফেব্রুয়ারি, ২০২০ | ৬:৩৩ পূর্বাহ্ণ

ফটিকছড়ির নারায়ণহাটে হালদা ভ্যালি চা বাগানের শ্রমিকদের বার্ষিক বনভোজন সম্পন্ন হয়েছে সম্প্রতি। মালিকপক্ষের ব্যবস্থাপনায় বাগানের ৬টি সেকশনে পৃথক পৃথকভাবে মুসলিম, হিন্দু, ত্রিপুরা ও মারমা উপজাতীয় শ্রমিকদের জন্য তাদের নিজেদের পছন্দমতো আইটেমে রান্নাবান্নায় এই বনভোজন সম্পন্ন হয়।
এরপর লাল বাংলো প্রাঙ্গণে আয়োজন করা হয় এ সাংস্কৃতিক অনুষ্ঠানের। বাগানের শ্রমিক পরিবারের ছেলে-মেয়েরাও গান ও নৃত্য পরিবেশন করে। ঢাকা থেকে আগত জনপ্রিয় সংগীত শিল্পী ফকির শাহাবুদ্দিন, নওশিন ও চট্টগ্রামের জিয়া উদ্দিন বাদশার মন-মাতানো গানে চা শ্রমিক ও তাদের পরিবার-পরিজন আনন্দ-উল্লাসে একাকার হয়ে যায়। বাগানের সিনিয়র ব্যবস্থাপক মো. জাহাঙ্গীর আলম ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামগড় চা বাগানের ব্যবস্থাপক জহির বি চৌধুরী, নারায়ণহাটের সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু জাফর সিকদার, ডা. লক্ষ্মীধন ত্রিপুরা, ফেনীর ব্যবসায়ী মো. গিয়াস উদ্দিন প্রমুখ। সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান পরিচালনা করেন ফটিকছড়ি প্রধান শিক্ষক সমিতির সভাপতি রণজিৎ কুমার ভট্টাচার্য।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট