চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বইমেলার একুশ মঞ্চে ভাস্বর বন্দোপাধ্যায়

আবৃত্তি শিল্পীরা স্বাধীনতার স্বপক্ষে সবসময় কাজ করে যাচ্ছে

১৭ ফেব্রুয়ারি, ২০২০ | ৬:০৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন আয়োজিত মুজিববর্ষে বঙ্গবন্ধুকে নিবেদিত অমর একুশে বইমেলা চট্টগ্রাম’র ৭ম দিনে আবৃত্তি উৎসব দৈনিক সুপ্রভাত বাংলাদেশের সম্পাদক রুশো মাহমুদের সভাপতিত্বে গতকাল ১৬ ফেব্রুয়ারি বিকেল ৫টায় জিমনেশিয়ামস্থ অমর একুশে বইমেলা মঞ্চে অনুষ্ঠিত হয়। উৎসবে প্রধান আলোচক ছিলেন দেশের বরেণ্য আবৃত্তি শিল্পী ভাস্বর বন্দোপাধ্যায়। স্বাগত বক্তব্য রাখেন বোধন আবৃত্তি পরিষদের সভাপতি সংগঠক আব্দুল হালিম দোভাষ। ধন্যবাদ জ্ঞাপন করে বক্তব্য রাখেন অমর একুশে বইমেলা চট্টগ্রামের অনুষ্ঠান ও আলোচনা উপ-কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার হোসেন। সভায় প্রধান আলোচক তার বক্তব্যে বলেন এ বছর হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকীর বছর। আবৃত্তি শিল্পীরা তাদের কন্ঠের মাধ্যমে সব সময় মুক্তিযুদ্ধেল চেতনার পক্ষে, প্রগতির পক্ষে সর্বোপরি স্বাধীনতার স্বপক্ষে কাজ করে যাচ্ছে। আবৃত্তি শিল্পীরা বিভিন্ন কবিতার চয়নকে দেশপ্রেমের মহান উচ্চারণে দেশের মানুষকে নানাভাবে সচেতন করে যাচ্ছে। তিনি আবৃত্তি

শিল্পীদেরকে আবৃত্তি চর্চায় সঠিক ও শুদ্ধ বাংলা উচ্চারণে আরো অনেক বেশি মননশীল হওয়ার আহ্বান জানান। সভার সভাপতি বলেন আবৃত্তি শিল্প একটি নতুন শিল্প মাধ্যম হলেও বর্তমানে এর ব্যাপক প্রচার-প্রসার এবং উন্নয়ন লাভ করেছে। সাহিত্য সংস্কৃতিতে সংগীত, নৃত্য আগে থেকেই নিজেদের সুদৃঢ় অবস্থান করে নিলেও আবৃত্তি শিল্প এখন অনুরূপ একটি সৃজনশীল শিল্প মাধ্যম হিসেবে প্রতিষ্ঠার পথে রয়েছে। আজ আজ ১৭ ফেব্রুয়ারি অমর একুশে বইমেলা মঞ্চে পেশাজীবী সমাবেশ অনুষ্ঠিত হবে। এতে অতিথি হিসেবে বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট