চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

ইউসিটিসিতে বসন্ত বরণ

১৫ ফেব্রুয়ারি, ২০২০ | ১:৪১ পূর্বাহ্ণ

ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগের শিক্ষার্থীগণ তাদের দি ক্রিয়েটিভ এলসক (ইংলিশ ল্যাঙ্গুয়েজ এন্ড লিটারেরি সোসাইটি) থেকে বসন্ত বরণ আয়োজন ১৪২৬ বঙ্গাব্দ পালন করে ইউসিটিসিতে। নানান সাংস্কৃতিক অনুষ্ঠান আর পিঠা উৎসবের মাধ্যমে নাচে-গানে মুখরতায় বসন্তকে বরণ করে নেন তারা। সমস্ত শিক্ষক-শিক্ষিকা এবং ইউসিটিসি’র ভাইস চ্যান্সেলর, প্রতিষ্ঠাতা, রেজিস্ট্রার ও সমস্ত বিভাগের শিক্ষক-শিক্ষিকাদের ফুল দিয়ে বরণ করে নিতে ছাত্র-ছাত্রীরা আগেই থেকে অপেক্ষা করে ছিল। তাদের আগমনের পর শুরু হয় মূল উৎসব। শিক্ষার্থীরা বসন্তের গান নাচ সহ নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনা নিয়ে আসতে থাকেন একের পর এক। ইংরেজি ভাষা ও সাহিত্য বিভাগ, ব্যবসা প্রশাসন বিভাগ, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এবং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা গান, নাচ, হিপ-হপ ড্যান্স, গ্রুপ ড্যান্স, সলো ড্যান্স, বিট বক্সিং, রম্য বিতর্ক, কবিতা আবৃত্তি, মূকাভিনয় আর ফান গেইমস নিয়ে হাজির হয় সবার সামনে। সমান তালে পিঠা উৎসব চলতে থাকে অন্যদিকে। অনুষ্ঠানে ইউসিটিসির প্রতিষ্ঠাতা মোহাম্মদ ওসমান, উপাচার্য প্রফেসর মুহাম্মদ ইউনুছ এবং রেজিস্ট্রার সালাহউদ্দীন আহমেদ প্রাঞ্জল ও মূল্যবান বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক মো. জিয়াউল হক।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট