চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পরাণ রহমান স্মরণে চিত্রাঙ্কন প্রতিযোগিতা

১৫ ফেব্রুয়ারি, ২০২০ | ১:৪১ পূর্বাহ্ণ

ঘাসফুল প্রতিষ্ঠাতা প্রয়াত শামসুন্নাহার রহমান পরাণের ৫ম মৃত্যুবার্ষিকী পালনে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশ শিশু একাডেমী, চট্টগ্রাম প্রাঙ্গণে শিশুদের নিয়ে এক চিত্রাঙ্কন প্রতিযোগিতা সম্পন্ন হয়। সকাল ১১ টায় শুরু হওয়া চিত্রাঙ্কন প্রতিযোগিতায় নগরীর বিভিন্ন স্কুলের প্রায় ৫০০জন শিশু অংশ নেয়। এতে বিচারক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষক ভাস্কর ডি.কে.দাশ মামুন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনিস্টটিউটের সাবেক অধ্যক্ষ অধ্যাপক রীতা দত্ত, শিল্পী সামিনা নাফিজ। তিনজন বিচারকের যৌথ রায়ে প্রতিযোগিতায় ‘ক বিভাগে’ ১ম স্থান অধিকার করে মোহাম্মদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী শুভ্রময়ী সেন, ২য় পিটিআই স্কুলের ছাত্র আবরার ফাতিন আদিব এবং তৃতীয় হয়েছে জেমস ইংলিশ মিডিয়াম স্কুলের ছাত্র হাসান মো. আইয়ান।খ বিভাগে প্রথমস্থান অধিকার করে কাপাসগোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী হামীম সারতাজ আনওয়া, ২য় স্থান পেয়েছে অরবিট স্কুলের ছাত্রী সামিয়া ইসলাম ন্যান্সি এবং ৩য় স্থান পেয়েছে উদয়ন ছোটদের স্কুলের ছাত্রী সৈয়দা শাওরিয়া আফরিন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঘাসফুলের প্রশাসন ও মানবসম্পদ বিভাগের উপ-পরিচালক মফিজুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন, ঘাসফুল নির্বাহী পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক কবিতা বড়ুয়া, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের প্রভাষক সাদিকা সুলতানা চৌধুরী, ঘাসফুলের উপ-পরিচালক (মাইক্রোফিন্যান্স) আবেদা বেগম, সহকারী পরিচালক শামসুল হক, রিজিওনাল ম্যানেজার সাইদুর রহমান খান, অডিট এন্ড মনিটরিং ম্যানেজার টুটুল কুমার দাশ, ব্যবস্থাপক (হিসাব) মোস্তফা জামাল উদ্দিন, ব্যবস্থাপক (প্রশাসন) সৈয়দ মামুনূর রশীদ, কমিউনিকেশন ম্যানেজার নুদরাত এ করিম, সেকেন্ড চান্স প্রকল্পের সমন্বয়কারী সিরাজুল ইসলাম, প্রশিক্ষক জোবায়দুর রশীদ ও অন্যান্য কর্মকর্তাবৃন্দ, ঘাসফুল পরাণ রহমান স্কুলের অধ্যক্ষ হোমায়রা কবির চৌধুরী এবং অন্যান্য শিক্ষিকাবৃন্দ। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট