চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

১০ম বর্ষে পদার্পণ বিতর্ককে শিল্পের পথে নিতে কাজ করছে পিইউডিএস

১৫ ফেব্রুয়ারি, ২০২০ | ১:৪০ পূর্বাহ্ণ

নগরীর দামপাড়াস্থ প্রিমিয়ার ইউনিভার্সিটি অডিটোরিয়ামে প্রিমিয়ার ইউনিভার্সিটি ডিবেটিং সোসাইটি-পিইউডিএস-এর ১০ বছরে পদার্পণ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। গতকাল শুক্রবার পিইউডিএস’র চিফ মডারেটর জুলিয়া পারভিনের সভাপতিত্বে ‘ভালোবেসে এক দশকে’ শীর্ষক এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর এ কে এম তফজল হক। অতিথি ছিলেন প্রকৌশল ও বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. তৌফিক সাঈদ, ব্যবসা-প্রশাসন অনুষদের সহকারী ডিন এম. মঈনুল হক, ব্যবসা-প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক সুজন কান্তি বিশ্বাস, পিইউডিএস-এর মডারেটর সঞ্জয় বিশ্বাস, মডারেটর সাইফুদ্দিন মুন্না, মডারেটর নিলুফার সুলতানা ও মডারেটর মিনহাজ হোসাইন। প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর এ কে এম তফজল হক ‘বিতর্ককে শিল্পের পথে নিয়ে যেতে পিইউডিএস কাজ করছে’ উল্লেখ করে বলেন, বিতর্কচর্চা অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা বিশ্ববিদ্যালয়কে এগিয়ে যেতে হলে পড়ালেখার পাশাপাশি সংস্কৃতিচর্চা, বিতর্কচর্চাও দরকার। বিতর্কচর্চা একটা মানুষের মধ্যে যুক্তিবোধ ও ভ্রাতৃত্ববোধ তৈরি করে। পিইউডিএস-এর সাবেক সভাপতি তানভির আহমেদ সিদ্দিকির সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী প্রক্টর রকিবুল হোসাইন, পিইউডিএস-এর মডারেটর ফারিয়া হোসেন বর্ষা, মডারেটর নুসরাত শারমিন প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট